হঠাৎ করেই জাম্পস্যুটে মু্ম্বই ইন্ডিয়ান্সের তিন ক্রিকেটার, জানেন নেপথ্য কারণ?
শুভব্রত মুখার্জি: আইপিএলের সবথেকে সফলতম ফ্রাঞ্চাইজি নিঃসন্দেহে মু্ম্বই ইন্ডিয়ান্স দল। পাঁচ বারের শিরোপা জয়ী দল মু্ম্বই। চলতি মরশুমেও তারা ভালো কামব্যাক করেছে। এই মুহূর্তে প্লে অফে যাওয়ার দৌড়েও রয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন মু্ম্বই ইন্ডিয়ান্স। দল হারুক বা জিতুক মু্ম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটাররা সবসময়েই নিজেদের মধ্যে হাসি-ঠাট্টায় মেতে থাকেন। সম্প্রতি দলের মধ্যে শৃঙ্খলা রক্ষায় এক মজার পদক্ষেপ নিল তারা। মজার ছলে শৃঙ্খলা ভঙ্গকারীদের শাস্তি দিল টিম ম্যানেজমেন্ট। যাকে তাদের পরিভাষায় বলে ‘জাম্পস্যুট’ চ্যালেঞ্জ। মুম্বইয়ের কোনও ক্রিকেটার দেরি করলেই তাঁকে পড়তে হবে এই ফাঁদে। তা সেই বিমান ধরা হোক, অনুশীলনে দেরি করে আসা হোক কিংবা টিম মিটিংয়ে দেরি সবেতেই তোমাকে মুখোমুখি হবে এই অভিনব জাম্পস্যুট শাস্তির।
এই শাস্তির মুখে প্রথম পর্যায়ে পড়তে হল তিন ক্রিকেটারকে। এঁরা হলেন ক্যামেরন গ্রিন, নেহাল ওয়াধিরা এবং আকাশ মাধওয়াল। ক্রিকেটারদেরকে চাপমুক্ত করতেই এমন এক অভিনব পদক্ষেপ বলে জানিয়েছে মু্ম্বই ইন্ডিয়ান্স টিম ম্যানেজমেন্ট। মুম্বইয়ের তরফে সম্প্রতি এক ভিডিয়ো প্রকাশ করা হয়েছে যেখানে এই তিন ক্রিকেটারকে দেখা গিয়েছে জাম্পস্যুট পরিহিত অবস্থায়। ক্যাপশনে লেখা হয়েছে, ‘লেসন লার্ন্ট (শিক্ষা পাওয়া হয়ে গেছে)। নো বডি ওয়ান্টস টু বি ইন দ্য জাম্পস্যুট ক্লাব (কেউ জাম্পস্যুট ক্লাবে আর থাকতে চাইবে না)।’
ভিডিয়োতে পেসার আকাশকে বলতে শোনা যায় তাঁকে এই চ্যালেঞ্জ গ্রহণ করতে হয়েছে কারণ তিনি ঘুমিয়ে পড়েছিলেন। ফলে বিমান ধরতে যেতে তাঁর দেরি হয়। ফলে এই অভিনব শাস্তির কবলে পড়তে হয়েছে তাঁকে। ভিডিয়োর দ্বিতীয় অংশে দেখা গিয়েছে নেহাল একটি নীল রঙের জাম্পস্যুট পড়ে রয়েছেন। জেসন বেহেরেনডফ তাঁর দিকে তাকিয়ে হাসছেন আর বলছেন ‘ওকে দেখ’! ভিডিয়োর পরবর্তী অংশে দেখা যায় অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিন একটি জাম্পস্যুট পরার চেষ্টা করছেন। কারণ জাম্পস্যুটটি তাঁর তুলনায় কিছুটা ছোট। পরবর্তীতে দেখা যায় ফুল হাতা স্যুটটিকে তিনি কেটে হাফ হাতা করে ফেলেছেন। তারপর সেটির মধ্যে তিনি ঢুকেছেন। পরবর্তীতে নেহালকে, গ্রিনকে উদ্দেশ্য করে বলতে শোনা যায় ‘জাম্পস্যুট ক্লাবে তোমাকে স্বাগত’। পাশাপাশি নেহাল জানিয়েছেন কেন তাঁকে এই শাস্তি পেতে হয়েছে। কারণ শেষবার তিনি জুতোর বদলে চপ্পল পড়ে চলে এসেছিলেন। এই অভিনব শাস্তি কতটা উপযোগী হয়েছে তা দেখলেই বোঝা যায় যখন আকাশকে বলতে শোনা যায়’ পরবর্তী সময় থেকে আমার একেবারেই দেরি হবে না।’
For all the latest Sports News Click Here