হঠাৎ অঙ্কুশের গদগদ প্রেম! কোন বিপদের আশঙ্কায় বুক কাঁপছে ঐন্দ্রিলার?
১১ বছরের প্রেম অঙ্কুশ হাজরা আর ঐন্দ্রিলা সেনের। ভালোবেসে একে-অপরকে আপন করে নিয়েছেন সেই কবেই। শুধু বিয়েটাই বাকি। সোশ্যাল মিডিয়ায় মাঝেমাঝেই প্রেমমাখা ছবি শেয়ার করে নেন দুই তারকা। সঙ্গে আবার চলতে থাকে খুনসুটিও।
মঙ্গলবার ইনস্টাগ্রামে দুজনের একটি ছবি শেয়ার করে নিলেন অঙ্কুশ। ক্যাপশনে লিখলেন, ‘মাঝে মাঝে কারণ ছাড়াই আমি একটু রোমান্টিক হয়ে পড়ি। বড্ড সরল আর নরম মন তো আমার।’ তবে ছেড়ে কথা বলার পাত্রী ঐন্দ্রিলাও নন। তিনি কমেন্টে হঠাৎ আসা এই ভালোবাসায় সন্দেহ প্রকাশ করে লিখলেন, ‘আমি কিন্তু কিচ্ছু রান্না করতে পারবো না @ankush.official।’
আরও পড়ুন: শাড়ি ছেড়ে শর্টস, বর্ষা উপভোগ করতে লং ড্রাইভে ‘মৌ’ স্বীকৃতি! গন্তব্য কী?
অঙ্কুশ আর ঐন্দ্রিলার এই মস্করায় বেশ মজা পেয়েছে নেট-নাগরিকরা। তাঁদের ভালোবাসার ছাপ মন কেড়ে নিয়েছে নেট-নাগরিকদের। চলতি বছরে ‘লাভ ম্যারেজ’ মুক্তির আগে সাক্ষাৎকারে অঙ্কুশ বলেছিলেন, চলতি বছরের শেষে বা ২০২৪-এর শুরুতেই হয়তো আইনি বিয়ে সেরে নেবেন তাঁরা। তবে সামাজিক বিয়েটা হতে একটু দেরিই আছে। ঐন্দ্রিলাও জানিয়েছেন তাঁর খুব শখ ঘটা করে বিয়ে করার। একেবারে ফিল্মি কায়দায়। অনেক লোক নিমন্ত্রিত থাকবে। মন ভরে সাজবেন তিনি। আর অনেক অনেক ছবি তুলবেন। আরও পড়ুন: ধোনি কি এবার সিনেমার নায়ক হবেন? বরের হয়ে জবাব দিলেন সাক্ষী
ইতিমধ্যেই বড় পরদায় বেশ জনপ্রিয়তা পেয়েছে অঙ্কুশ আর ঐন্দ্রিলার জুটি। তাঁদের একসঙ্গে প্রথম সিনেমা ছিল ‘ম্যাজিক’। এরপর কাজ করলেন প্রেমেন্দু বিকাশ চাকী পরিচালিত লাভ ম্যারেজ সিনেমাতে। সিনেমাটি মুক্তি পেয়েছিল চলতি বছরের পয়লা বৈশাখে। গল্পেও ছিল চমকের পর চমক। কারণ এই সিনেমায় শুধু নায়িক-নায়িকার প্রেম নেই। নায়কের বাবা আর নায়িকার মায়ের প্রেমও রয়েছে। আছে বাবা-ছেলের আর মা-মেয়ের সম্পর্কের নানা রসায়ন। ঐন্দ্রিলার মায়ের চরিত্রে ছিলেন অপরাজিতা আঢ্য আর অঙ্কুশের বাবা হন রঞ্জিত মল্লিক। আরও পড়ুন: অভিষেক-শ্বেতাকে নিয়ে রকি অউর রানি-র স্ক্রিনিংয়ে জয়া! হঠাৎ রাগ, ‘আমি কালা নই’
ওয়েব সিরিজেও পা রেখেছেন ঐন্দ্রিলা সম্প্রতি। তাঁকে দেখা গিয়েছে জি ফাইভের শ্বেতকালীতে। আর অঙ্কুশকে শেষবার বড় পর্দায় দেখা গেল আবার বিবাহ অভিযান ছবিতে।
For all the latest entertainment News Click Here