‘হট প্যান্টের জন্য চেহারাও হট হতে হয়’! অপরাজিতাকে কটাক্ষের জবাব দিলেন অনুরাগীরা
গিয়েছেন সমুদ্র দেখতে। সেখানেই সৈকতে দাড়িয়ে গেরুয়া হট প্যান্ট আর সাদা টপ পরে ভিডিয়ো বানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। পায়ে করে সৈকতের বালি ওড়াতে দেখা যাচ্ছে অপরাজিতাকে। আবার পরমুহূর্তেই ভিডিয়োতে সিঁড়ি বেয়ে তরতরিয়ে উঠে যেতে দেখা যাচ্ছে অপরাজিতাকে।
নিজেই বেড়াতে যাওয়ার মুহূর্তগুলি জুড়ে ভিডিয়ো বানিয়ে তা ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। ক্যাপশানে লিখেছেন, সমুদ্রের গর্জনও যেন সঙ্গীতের মতো। তবে অপরাজিতার এমন ভিডিয়ো দেখে নেটপাড়ার এক অংশ শুরু করেছেন সমালোচনা। কেউ লিখেছেন, ‘পাগল হয়ে গিয়েছেন, হট প্যান্ট পরার জন্য চেহারাটাও হট বনাতে হয়! আবার হাত-পা ছুড়ছেন?’ কেউ নাক সিঁটকে বলেছেন ‘ইস, কী বিশ্রী!’ কারোর কথায়, ‘আপনাকে মোটেও মানাচ্ছে না।’ কেউ মনে করিয়েছেন’পাঠান ছবিতে দীপিকার গেরুয়া বিকিন নিয়ে কিছু কম বিতর্ক হয়নি!’
আরও পড়ুন-বাবার মৃত্যুদিনে খোলা চিঠি দিলেন গৌরব রায়চৌধুরী, চোখে জল নেটনাগরিকদের
আরও পড়ুন-তোমার সূত্রেই কাজ করছি আমির-সইফের সঙ্গে, ইলিশটা বকেয়া রয়ে গেল প্রদীপদা: শ্রীলেখা
তবে এধরনের বডি শেমিং বিরুদ্ধে প্রতিবাদের দেওয়াল তুলেছেন অপরাজিতার অনুরাগীরা। পাল্টা তাঁদের একজন লিখেছেন, ‘মেয়েরাই মেয়েদের শত্রু, নিজেরা পরতে পারছেন না বলে হিংসে হচ্ছে?’ কারোর কথায়, ‘ওর পয়স, ওর ইচ্ছে, উনি কিনেছেন, পরছেন, আপনাদের কীসের সমস্যা!’ কারোর বক্তব্য, ‘নিজেকে ভালোবাসা অনেক গুরুত্বপূর্ণ, এসমস্ত ঘৃণিত কমেন্ট এড়িয়ে চলুন, আপানাকে ভীষণই সক্রিয় লাগছে।’ এভাবেই দুভাগে ভাগ হয়ে গিয়েছে নেটপাড়া।
গত ২৭ ফেব্রুয়ারি মাকে হারিয়ে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী অপরাজিত আঢ্য। সকলকে সেকথা জানিয়ে অভিনেত্রী নিজেই সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘আজ মা সকাল ৯.৩০ চলে গেলেন। অখন্ড শাসন দন্ড ত্রস্ত হলো তাঁর…. মার আত্মার শান্তি কামনা করি। যারা পরিচিত সবার নম্বর আমার কাছে নেই তাদের সকলকে এই পোস্টটির মাধ্যমে জানালাম।’
For all the latest entertainment News Click Here