হকি বিশ্বকাপ থেকে এশিয়ান গেমস, দেখুন ২০২৩-এ ভারতের একাধিক স্পোর্টস ইভেন্ট
শুভব্রত মুখার্জি: ২০২৪ সালেই রয়েছে অলিম্পিক গেমস। প্যারিস অলিম্পিক গেমসের আগের বছর অর্থাৎ ২০২৩ সালটাকে অনেকেই ‘ওয়ার্ম আপ’ বছর হিসেবে গন্য করছেন। আর এই বছরেই ভারত তথা ভারতীয় অ্যাথলিটদের জন্য রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ইভেন্ট। যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল হকি বিশ্বকাপ,এশিয়ান গেমসের মতন বড় ইভেন্ট।
আরও পড়ুন… এ বারও সব ম্যাচে থাকবে না DRS, দেখে নিন কী কী বৈশিষ্ট্য থাকছে BPL 2023-এ
নীরজ চোপড়া, পিভি সিন্ধু, অবিনাশ সাবলে,মীরাবাই চানু, লক্ষ্য সেনদের মতন ক্রীড়াবিদদের জন্য ২০২৩ সালটা যথেষ্ট গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে। পাশাপাশি রয়েছে এএফসি এশিয়ান কাপ,অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ, পুরুষদের হকি বিশ্বকাপ সহ একাধিক গুরুত্বপূর্ণ ইভেন্ট। ২০২০ সালের টোকিও অলিম্পিক গেমসে ভারতীয় ক্রীড়াবিদদের পারফরম্যান্স ছিল অনবদ্য। এই গেমসেই ভারত অলিম্পিক্সের ট্রাক অ্যান্ড ফিল্ড ইতিহাসে প্রথম সোনা জিততে সমর্থ হয়েছিল। নীরজ চোপড়ার হাত ধরে জ্যাভলিন থ্রো থেকে এসেছিল এই সোনা। পাশাপাশি বছরের শুরুতেই রয়েছে পুরুষদের হকি বিশ্বকাপ। মার্চে রয়েছে অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের মতন গুরুত্বপূর্ণ ইভেন্ট। সেপ্টেম্বর -অক্টোবর মাসেই রয়েছে এশিয়ান গেমস। আসুন এক নজরে দেখে নেওয়া যাক ২০২৩ সালে ভারতীয় অ্যাথলিটদের ক্রীড়াসূচি:-
আরও পড়ুন… ভিডিয়ো: ধোনি এবং কন্যা জিভার ভিডিয়ো শেয়ার করে নববর্ষের শুভেচ্ছা জানালেন সাক্ষী
১) জানুয়ারি ১৩-২৯: পুরুষদের হকি বিশ্বকাপ
২) জানুয়ারি ১৬-২৯: অস্ট্রেলিয়ান ওপেন
৩) জানুয়ারি ৩১-১১ ফেব্রুয়ারি: খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস
৪) মার্চ ১৫-৩১ : মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ
৫) মার্চ ১৪-১৯ : অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ
৬) মার্চ ২৮-২ এপ্রিল : এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপ
৭) মে ১-১৪: পুরুষদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ
৮) মে ৩-১৩: এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ
৯) ৫মে : দোহা ডায়মন্ড লিগ
১০) মে ২২-২৮: বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ
১১) মে ২৮-১১ জুন : ফরাসি ওপেন
১২) ৩-১৩ জুলাই: উইম্বলডন চ্যাম্পিয়নশিপ
১৩) ১৪-৩০ জুলাই : বিশ্ব অ্যাকোয়াটিক্স চ্যাম্পিয়নশিপ
১৪) ১৯-২৭ অগস্ট : বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ
১৫) ২১-২৭ অগস্ট: বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ
১৬) ২৮ অগস্ট- ১০ সেপ্টেম্বর: ইউএস ওপেন
১৭) ২-১৭ সেপ্টেম্বর: বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ
১৮) ৩-১০ সেপ্টেম্বর: বিশ্ব রোয়িং চ্যাম্পিয়নশিপ
১৯) ১৬-২৪ সেপ্টেম্বর: বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ
২০) ২৩ সেপ্টেম্বর – ৮ অক্টোবর: এশিয়ান গেমস
২১) ১৩-১৭ ডিসেম্বর : বিশ্ব ট্যুর ফাইনালস
২২) এএফসি এশিয়ান কাপ (তারিখ নির্ধারিত হয়নি,তবে ডিসেম্বরেই হতে পারে প্রতিযোগিতা)
For all the latest Sports News Click Here