হকি ডার্বিতে রণক্ষেত্র, পুরো দোষ ইস্টবেঙ্গলের ঘাড়ে চাপাল মোহনবাগান
রবিবার মহমেডান মাঠে কলকাতা হকি লিগের ডার্বিকে ঘিরে ধুন্ধুমার হয়ে গিয়েছে। ভেস্তে গিয়েছে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের খেলা। ম্যাচে যখন মোহনবাগান ১-০ এগিয়ে, তখন কর্তা এবং দু’দলের সমর্থকদের মধ্যে ঝামেলার জেরে কার্যত রণক্ষেত্র হয়ে পড়ে মহমেডান মাঠ। আর এই ঘটনার দায় ইস্টবেঙ্গলের উপরেই চাপাল মোহনবাগান। রবিবার রাতের দিকে একটি প্রেস বিবৃতি দিয়ে গোটা ঘটনার দায় ইস্টবেঙ্গলের উপরে চাপিয়েছে সবুজ-মেরুন কর্তারা।
কলকাতা হকি লিগে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল মুখোমুখি হয়েছিল ২২ বছর পর। দীর্ঘ কাল বাদে হকি দল করেছে বাগান। এমন কী কলকাতা লিগে তারা অংশও নিয়েছে। এই ম্যাচকে ঘিরে তাই উত্তেজনা ছিল চরমে। কিন্তু সেই ম্যাচেই যত গণ্ডগোল।
আরও পড়ুন: ডার্বিও জিততে চাই- মুম্বইকে হারানোর পর আত্মবিশ্বাস চুঁইয়ে পড়ছে EB কোচের গলায়
মোহনবাগান দাবি করেছে,দল যখন ১-০ গোলে এগিয়েছিল তখন ইস্টবেঙ্গলের কিছু সদস্য-সমর্থক মাঠের ভেতরে ঢুকে পড়েন। তার ফলে আম্পায়াররা খেলা থামিয়ে দিতে বাধ্য হন। ইস্টবেঙ্গলের সমর্থকরা মোহনবাগান কর্তাদের উদ্দেশে কটূক্তি করেন এবং কেউ কেউ নাকি তাদের দিকে চেয়ার ছুড়ে মারতে যান। ঘটনার প্রতিবাদে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত খেলা না দেখে মহমেডান মাঠের বাইরে গিয়ে অপেক্ষা করতে থাকেন।
ইস্টবেঙ্গলের পাল্টা দাবি,তাদের কর্তাদের উদ্দেশেই কটূক্তি করা হয়েছে। সমাজমাধ্যমে একাধিক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে,যেখানে ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার বসে রয়েছেন,তার পিছনে মোহনবাগান গ্যালারি থেকে সমর্থকদের চিৎকার ভেসে আসছে।
আরও পড়ুন: EB-র বিরুদ্ধেও ৩ পয়েন্ট চাই- প্লে-অফে জায়গা পাকা করেই ডার্বির ভাবনায় ডুবল ATKMB
তবে এই ঝামেলায় অনেকেই আহত হয়েছেন। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে মাউন্টেন পুলিশ। ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ ঘিরে এমন পরিস্থিতি নতুন নয়। তবে মাঠে পর্যাপ্ত পুলিশের অভাব ছিল বলে দাবি সকলের। এই ঘটনার জেরে দেড় ঘন্টার বেশি খেলা বন্ধ থাকে। এর পর গ্যালারি ফাঁকা করে ম্যাচ শুরুর চেষ্টা হয়। দু’-দলের ৬ জন অফিসিয়াল থাকার অনুমতি দেওয়া হয়েছিল।
মোহনবাগান সচিব দেবাশিস দত্ত অবশ্য মাঠ থেকে বেরিয়ে যান। তাঁর দাবি ছিল, ‘যেখানে আমাদের সমর্থকরা খেলা দেখতে পারছে না, আমিও খেলা দেখতে চাই না। ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচে কটূক্তি হওয়াটা নতুন নয়। কিন্তু ওদের মানসিকতাই হল না খেলার। তার জন্যই মাঠের মাঝখানে এসে খেলা বন্ধ করে দিয়েছে। আমি তো ভাবছি, ২৫ তারিখও হয়তো ওরা গ্য়ালারি ফাঁকা রেখেই খেলাবে।’
গ্যালারি ফাঁকা করেও অবশ্য ম্যাচ শুরু করা যায়নি। পর্যাপ্ত আলোর অভাবে ইস্টবেঙ্গল -মোহনবাগান হকি ডার্বি স্থগিত হয়ে যায়। এই ম্যাচটি পরবর্তীতে হওয়ার কথা এবং যেই স্কোরলাইনে ম্যাচ স্থগতি হয়েছিল, সেখান থেকেই শুরুর কথা।
For all the latest Sports News Click Here