স্লেজিংয়ে পটু তারকা কোহলির থেকেও বেশি মূল্যে বিক্রি হতে পারেন, দাবি অশ্বিনের
হাতে আর তিন দিনও বাকি নেই। ১২ জানুয়ারি থেকে দুইদিন ব্যাপী আইপিএল নিলাম শুরু হয়ে যাবে। নিলামে ৩৭০ জন ভারতীয় ক্রিকেটারের পাশপাশি ২২০ জন বিদেশি ক্রিকেটারও নাম নথিভুক্ত করেছেন। ৪৮ জন ক্রিকেটারের বেস প্রাইস সর্বোচ্চ দুই কোটি। এর মধ্যেই একজনকে নিয়ে বিশাল বড় দাবি করলেন রবিচন্দ্রন অশ্বিন।
নিজের ইউটিউব চ্যানেলে আপলোড এক ভিডিয়োয় অশ্বিন দাবি করেন যে ভারতীয় তরুণ উইকেটকিপার ব্যাটার ইশান কিষাণ নয়,নয় করে ১৭ কোটি টাকায় নিলামে বিক্রি হতে পারেন। ২৩ বছর বয়সী ভারতীয় তারকার বিষয়ে অশ্বিন জানান, ‘ইশান কিষাণ কিন্তু দারুণ একটা বিকল্প। মুম্বই (ইন্ডিয়ান্স) ওকে মিডল অর্ডারেও ব্যাট করিয়েছে। সুতরাং, ও একটা ৩ ইন ১ বিকল্প, কারণ ওর কিপিং করার দক্ষতা আলাদা মাত্রা যোগ করে। একজন কিপার যে টপ অর্ডার এবং মিডল অর্ডার, উভয় জায়গাতেই ব্যাট করতে সক্ষম। উপরন্তু ও বাঁ-হাতি হওয়ায়, সেটাও বাড়তি একটা সুবিধা।’
এই সবের কথা মাথায় রেখেই অশ্বিনের ভবিষ্যদ্বাণী, ইশান ১৫ থেকে ১৭ কোটি টাকায় মেগা নিলামে বিক্রি হতে পারেন, যা অর্থের বিচারে এ বারে বিরাট কোহলির (আরসিবি কোহলিকে ১৫ কোটি টাকায় রিটেন করেছে) থেকেও বেশি। ‘সকলে মনে করছে ও মোটামুটি ১৫ থেকে ১৭ কোটি টাকায় বিক্রি হতে পারে। আমি একদম সঠিক মূল্য বলতে পারব না, তবে ওর পিছনে অর্থ খরচ করা একেবারে যথার্থ হবে। সুতরাং, ইশান কিষাণ প্রচুর দামে বিক্রি হবে। দেখতে গেলে ও কিন্তু কিপার হিসেবে উইকেটের পিছন থেকে ঋষভ পন্তের চেয়েও স্লেজিংয়ে বেশি পটু।’ দাবি অশ্বিনের।
For all the latest Sports News Click Here