স্যুট-ব্যুট পরে গাড়ি ছেড়ে দিল্লিতে অটো চড়তে বাধ্য হলেন অনুপম, কী হয়েছিল এদিন?
মুম্বই ছেড়ে দিল্লিতে রয়েছেন অনুপম খের, তাও আবার অটোয় চড়ে ঘুরতে হচ্ছে পুরো শহর। হঠাৎ হল তা কী! আসলে মুক্তির অপেক্ষায় এই বর্ষীয়ান অভিনেতার সিনেমা শিব শাস্ত্রী বালবোয়া। রবিবার বিকেলে তিনি তাঁর ছবির প্রিমিয়ার শো-র জন্য রওয়ানা হন। তবে দিল্লীর তীব্র যানজটের কারণে অটোয় চড়তে বাধ্য হন।
অটো থেকে নেমে কনট প্লেসে সিনেমার দিকে যাওয়ার আগে চালকের সঙ্গে তাঁকে করমর্দন করতেও দেখা যায়। শিব শাস্ত্রী বালবোয়াতে নীনা গুপ্তা, নার্গিস ফাকরি এবং শরীব হাশমিও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন।
শনিবার এক সাংবাদিক সম্মেলনে সিনেমার পোস্টারে নিজের মুখ স্পষ্টভাবে থাকা নিয়ে কথা বলেন তিনি। সঙ্গে তাঁকে বলতে শোনা যায়, এই ছবিটি কোনওভাবেই প্রবীন নাগরিকদের আশেপাশের একঘেয়ে জিনিস নিয়ে নয়।
‘শিব শাস্ত্রী বালবোয়া কোনও একঘেয়ে গল্প নয়। এমন একজন প্রবীণ নাগরিককে নিয়ে নয় নিজের শান্তি খোঁজার চেষ্টা করছে। এটা একটা মানুষ নয় যে সবাইকে বলে বেড়াবে ‘দয়া করে আমার গল্পটা শুনুন’। এই লোকটা নাইট স্যুটে বাড়ি থেকে এক রাতে পালিয়ে আসে যাতে নিনার চরিত্র এয়ারপোর্টে পৌঁছতে পারে। শিব শাস্ত্রী বালবোয়া জীবনের মশলা, জীবনের টুকরো নয়।’, ছবির ব্যাপারে বলতে শোনা গেল অনুপমকে।
সঙ্গে অনুপম বলেন, হলে দর্শক এসে শিব শাস্ত্রী বালবোয়া চরিত্রটার সঙ্গে একাত্মবোধ করতে পারবেন। ‘যখন আমরা কোনও সিনেমা দেখি তখন আমরা অন্য কারও গল্প শুনি। তবে আমি আপনাদের আশ্বস্ত করছি এই সিনেমা দেখতে বসলে একটা না একটা চরিত্রের সঙ্গে আপনি ঠিক একাত্ম বোধ করতে পারছেন।’
একের পর এক অন্য ধারার ছবিতে কাজ করে চলেছেন অনুপম। ৬৭ বছর বয়সে এসে কাজ করে চলেছেন ‘দ্য কাশ্মীর ফাইলস’, ‘উঁচাই’-এর মতো সিনেমায়। কঙ্গনা রানাওয়াতের ‘এমার্জেন্সি’-তে জয়প্রকাশ নারায়নের চরিত্রে কাজ করে ফেলেছেন। সঙ্গে তাঁকে ফের দেখা যাবে বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য ভ্যাক্সিন ওয়ার’
For all the latest entertainment News Click Here