স্যার একটা প্রাইভেট চাকরি দেখে দেবেন, ২০১৮ সালে ক্রিকেট ছাড়তে চেয়েছিলেন বৈভব
২০২২ আইপিএল-এ পঞ্জাব কিংস তাদের নতুন অধিনায়ক মায়াঙ্ক আগরওয়ালের নেতৃত্বে দুর্দান্ত শুরু করেছিল। পঞ্জাব ১৫তম আইপিএল-এ নিজেদের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে একটি দুর্দান্ত জয় নথিভুক্ত করেছিল।তবে দ্বিতীয় ম্যাচে দলটি কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে বিব্রতকর পরাজয়ের মুখোমুখি হয়েছিল। তৃতীয় ম্যাচেপঞ্জাব কিংস একটি দর্শনীয় প্রত্যাবর্তন করে এবং রবীন্দ্র জাদেজার নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসকে ৫৪রানে পরাজিত করে।দলের বোলার বৈভব অরোরা পঞ্জাবকে ম্যাচ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই সেই বৈভব অরোরা যিনি ২০১৮ সালে ক্রিকেট ছাড়ার মন তৈরি করেছিলেন।
সিএসকে-র বিরুদ্ধে ম্যাচে পঞ্জাব কিংসের বোলাররা অসাধারণ পারফর্ম করেছিলেন। ১৮১ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে চেন্নাইয়ের দল ১২৬ রানে গুটিয়ে যাওয়ার কারণ হল পঞ্জাবের দুর্দান্ত বোলিং।এই ম্যাচে ২৪ বছর বয়সী বোলার বৈভব অরোরা দুর্দান্ত বোলিং করেছেন। চার ওভারের স্পেলে ২১ রান খরচ করে তিনি নিয়েছিলেন ২ উইকেট। রবিন উথাপ্পা ও মইন আলির মূল্যবান উইকেট শিকার করেছিলেন বৈভব। ম্যাচের এই পরিসংখ্যান গুলি বৈভব অরোরার কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি ছিল তাঁর আইপিএল-এর অভিষেক ম্যাচ।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে বৈভবের দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ক্রিকেট বিশেষজ্ঞরা ২৪ বছর বয়সী এই ক্রিকেটারের প্রশংসা করছেন। তাঁর দুর্দান্ত পারফরম্যান্স দেখে অনেক প্রাক্তন ক্রিকেটার বৈভবের উজ্জ্বল ভবিষ্যত নিয়ে কথা বলেছেন। এরই মধ্যে বৈভব অরোরা কোচ রবি বর্মা তাঁর ছাত্রকে নিয়ে একটি মজার গল্প জানিয়েছেন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের সাথে কথা বলার সময় রবি বর্মা বলেন,‘বৈভব অরোরা ২০১৮ সালে ক্রিকেট ছাড়তে চেয়েছিলেন। জেলা পর্যায়ের ম্যাচে বৈভবের বলে সাতটি ক্যাচ পড়েছিল। যারফলে বৈভব খুব বিরক্ত হয়েছিলেন।’কোচ রবি বর্মা এরপরে বলেন, ‘ম্যাচের পর বৈভব বললেন, স্যার, কোনও একটা প্রাইভেট চাকরি দেখে দেবেন, ক্রিকেটটা আর হবে না।’ কোচ বলেন, ‘আমি তখন বৈভবকে বলেছিলাম তাঁর কপালে সে যেন নিষ্কর্মার ট্যাটু লাগায় এবং আমাকে আর কখনও ফোন না করে।’
For all the latest Sports News Click Here