স্যান্ডুইচ বানাল যশ! করণের ৪ বছরের ছেলে হল ট্রোলড, মাখন নিয়ে চলল নোংরা ইঙ্গিত
ছেলে যশের স্যান্ডুইচ বানানোর ভিডিও সম্প্রতি ইনস্টাগ্রামে শেয়ার করলেন করণ জোহর। যতদূর বোঝা বোঝা যাচ্ছে অনলাইন ক্লাসেই চলছে স্যান্ডুইচ তৈরি করার প্রশিক্ষণ। ভিডিয়ো কলে আছে যশের শিক্ষিকা আর ক্লাসের বন্ধুরা।
সাদা রঙের শেফ কোট আর টুপি পরেছে যশ। মাখনের মোটা পরতের ওপর টমেটো আর শসা দিয়ে স্যান্ডুইচ বানালো সে। তাঁর এক বান্ধবী আবার যশকে অনুরোধ করে প্লেট ক্যামেরার আরও কাছে নিয়ে আসতে, যাতে স্যান্ডুইচ ভালো করে দেখা যায়।
এই ভিডিয়ো শেয়ার করে করণ লিখেছেন, ‘আমাদের বাড়িতে আছে একজন শেফ… শেফ যশ জোহর।’ করণের সমস্ত অনুরাগীরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন এই ভিডিয়োকে। এমনকী, বলিউডের নায়িকারা ভরে ভরে প্রশংসা করেছেন করণের ছেলের।
এক অনুরাগী লিখেছেন, ‘করণ বাড়ি ফিরে তোমাকে মিষ্টি খুদের হাতে বানানো এই মাখন লাগানো স্যান্ডুইচ খেতেই হবে। যা তোমায় অনেক অনেক ক্যালোরি দেবে’। অবশ্য শুধু যে প্রশংসা হয়েছে এমন নয়। করণের চার বছরের ছেলেকে ট্রোল করার সুযোগও ছাড়েননি কেউ কেউ। একজন লিখেছেন, ‘এখন থেকেই বাবার মতো মাখন লাগাতে শিখে গিয়েছে’! আরেকজনের মন্তব্য, ‘সেই তো বাবার মতোই হবে বড় হলে’!
নিজের দুই সন্তান যশ আর রুহির ছবি-ভিডিয়ো একসময় প্রায় রোজ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেন করণ। তবে, গত বছর সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তাঁকে নিয়ে শুরু হওয়া নোংরা ট্রোলিংয়ের কারণে বন্ধ করে দেন হঠাৎই। এমনকী, সেই সময় ইনস্টাগ্রামে কোনও ছবি পোস্ট করতেন না করণ।
২০১৭ সালে সারোগেসির মাধ্যমে জন্ম হয় করণের দুই সন্তানের। মা হিরুর নাম সামান্য ওলট-পালট করে মেয়ের নাম রুহি রেখেছেন করণ। আর প্রয়াত বাবা যশ জোহরের নামেই রেখেছেন ছেলের নাম।
For all the latest entertainment News Click Here