স্যানিটারি প্যাডের বিজ্ঞাপন করেছিলেন, শেষ হতে পারত কেরিয়ার, এখন কী ভাবেন স্মৃতি
কিউ কী সাস ভি কভি বহু থি, এই জনপ্রিয় মেগা খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছিল স্মৃতি ইরানিকে। তবে এই মেগা সিরিয়ালে অভিনয় করার আগে তাঁকে একটি বিজ্ঞাপনে দেখা গিয়েছিল। একটি স্যানিটারি প্যাড ব্র্যান্ডের হয়ে একটি বিজ্ঞাপনে কাজ করেছিলেন প্রাক্তন অভিনেত্রী। সম্প্রতি সেই বিজ্ঞাপন শেয়ার করলেন তিনি। এই পোস্ট শেয়ার করে তিনি বলেন এই ধরনের কাজ বা বিজ্ঞাপন একজন উঠতি মডেলের কেরিয়ার শেষ করে দেওয়ার কোনও যথেষ্ট। তবে তাঁর কেরিয়ারের জন্য এই বিজ্ঞাপন যেন শাপে বর হয়েছিল। এটার পর আর তাঁকে ফিরে তাকাতে হয়নি। বর্তমানে এই প্রাক্তন অভিনেত্রীকে কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ পদ সামলাতে দেখা যায়।
বৃহস্পতিবার স্মৃতি এই বিজ্ঞাপন তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করে লেখেন, ‘হোয়েন ইয়োর পাস্ট হুইস্পার্স’। তিনি এই পোস্টে আরও লেখেন, ‘২৫ বছর আগে আমি একটি বড় কোম্পানির বিজ্ঞাপনে কাজ করেছিলাম। যদিও বিষয়টা খুব একটা ফ্যান্সি ছিল না। বরং যে প্রোডাক্ট নিয়ে কাজ করেছিলাম আমি অর্থাৎ এই স্যানিটারি প্যাডের বিজ্ঞাপনগুলো কিন্তু আদতে একজন উঠতি মডেলের কেরিয়ারের কফিনে শেষ পেরেক পুঁতে দিতে পারে। তাঁর কেরিয়ার শেষ করে দিতে পারে। কিন্তু আমি ক্যামেরার সামনে আসতে এতটাই উদগ্রীব ছিলাম যে আমি এই কাজের জন্য হ্যাঁ বলে দিই। শত হলেও আজও মেনস্ট্রুয়াল হাইজিন নিয়ে আলোচনা একটা ট্যাবু হয়ে থেকে গিয়েছে। তবে এই বিজ্ঞাপনের পর আমায় আর ঘুরে তাকাতে হয়নি।’ তিনি এরপর মজা করে আরও লেখেন, ‘হ্যাঁ, আমি জানি আমি তখন রোগা ছিলাম। মনে করাতে হবে না।’
তাঁর বহু ভক্তরাই তাঁর প্রশংসা করেছেন এই বিজ্ঞাপনে কাজ করার জন্য। এক ব্যক্তি লেখেন, ‘আজকের যুগে দাঁড়িয়ে হয়তো আমাদের মধ্যে অনেকেই এই বিজ্ঞাপনে কাজ করে ফেলতে পারবেন। কিন্তু হ্যাঁ, একটা সময় এটা ভীষণ বড় একটা ট্যাবু ছিল। কারও সামনে কথা বলা যেত না এই বিষয়ে। আপনি তখন এটা করে দেখাতে পেরেছিলেন বলে অনেক শুভেচ্ছা।’ আরেক ব্যক্তি লেখেন, ‘এটা যদি ২৫ বছর আগের শুট হয়ে থাকে তাহলে আপনি তো সময়ের থেকে অনেকটাই এগিয়ে ছিলেন। আপনার সাহসকে কুর্নিশ জানাই।’
আতিশ ধারাবাহিকের হাত ধরে ১৯৯৯ সালে ছোটপর্দায় পা রাখেন স্মৃতি। এরপর তাঁকে ২০০০ সাল থেকে ২০০৮ পর্যন্ত জনপ্রিয় সিরিয়াল কিউ কী সাস ভি কভি বহু থি ধারাবাহিকে দেখা গিয়েছিল। এরপর তিনি অভিনয় ছেড়ে ২০১৩ সালে রাজনীতিতে যোগ দেন।
For all the latest entertainment News Click Here