স্মৃতিকে সৌরভের ভাইঝি বানালেন ধারাভাষ্যকার! নেটিজেনের দাবি শুনে খিল্লি নেটপাড়ার
স্মৃতি নাকি সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভাইঝি! ভারত বনাম ইংল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচের সময় এক ধারাভাষ্যকার এমনই মন্তব্য করেছেন বলে দাবি করলেন নেটিজেনরা। তার জেরে হাসিতে ফেটে পড়েছে নেটপাড়া।
মঙ্গলবার টুইটারে @4sacinom নামে এক নেটিজেন বলেন, ‘ধারাভাষ্যকাররা মনে করছেন যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভাইঝি হলেন স্মৃতি মন্ধানা।’ সেই টুইট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ওই নেটিজেন আরও বলেন, ‘সবথেকে উদ্ভট বিষয় হল, অপর এক ধারাভাষ্যকার বলছেন যে ও সৌরভের মতো দেখতে এবং সেটা ব্যাটিং স্টাইল নিয়ে বলছিলেন না ওই ধারাভাষ্যকার।’
স্মৃতি ‘সৌরভ’ মন্ধানা?
এমনিতে ভারতীয় দলের তারকা স্মৃতির সঙ্গে সৌরভের খেলার প্রচুর মিল আছে। অফসাইডে আচমকা দুই বাঁ-হাতি ব্যাটারদের ড্রাইভ দেখলে কে সৌরভ, কে স্মৃতি – তা বুঝতে কিছুটা বেগ পেতে হতে পারে। শুধু তাই নয়, প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ যেভাবে ক্রিজ থেকে বেরিয়ে এসে বড় শট মারতেন, তা স্মৃতিও করেন। স্মৃতি এবং সৌরভের ব্যাটিং স্টান্সেও মিল খুঁজে পান অনেকে।
আরও পড়ুন: স্মৃতি মান্ধানার ঝোড়ো ইনিংস, ইংল্যান্ডকে হারিয়ে T20I সিরিজে সমতায় ফিরল ভারত
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের সময় মন্ধানার একটি শটের পর এক ধারাভাষ্যকার বলেছিলেন, ‘দুর্দান্ত শট। দ্য হান্ড্রেডের সময় স্মৃতির ব্যাট থেকে এরকম শট দেখেছি। ও (স্মৃতি) অত্যন্ত শক্তিশালী ব্যাটার। শটটা দেখে মনে হয়, ও (স্মৃতি) কত সহজভাবে খেলেছে। ওকে (স্মৃতি) দেখলে আমার সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথা কিছুটা মনে পড়ে। কয়েকটি কারণের জন্য সেই কথাটা বলছি। ওর (স্মৃতি) ব্যাকলিফট, ও যেভাবে আপনার দিকে এগিয়ে আসে এবং বল মারে, সেটা সৌরভ পুরো কেরিয়ারে দারুণভাবে করে এসেছে। স্মৃতি মন্ধানার মধ্যে আমি সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখতে পাই।’
আরও পড়ুন: স্টেফানি টেলরকে পিছনে ফেলে মহিলাদের T20I তে রেকর্ড গড়লেন স্মৃতি মান্ধানা
ভারত বনাম ইংল্যান্ড টি-টোয়েন্টি
মঙ্গলবার ডার্বিতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করে ছয় উইকেটে ১৪২ রান তোলে ইংল্যান্ড। দুর্দান্ত ছন্দে সেই রান তাড়া শুরু করেন স্মৃতি এবং শেফালি বর্মা। ইংরেজ বোলারদের দাঁড়াতে দেননি ভারতের বাঁ-হাতি তারকা। তাঁর সৌজন্যেই পাওয়ার প্লে’তে ৫৫ রান তুলে ফেলে ভারত। শেফালি বরং ঢিমেতালে খেলছিলেন। যিনি ষষ্ঠ ওভারের শেষ বলে আউট হয়ে যান (১৭ বলে ২০ রান)। তারপর দয়ালান হেমলতার আউট হয়ে গেলেও অধিনায়ক হরমনপ্রীত কৌরের সঙ্গে ভারতের জয় নিশ্চিত করেন স্মৃতি। ৫৩ বলে ৭৯ রানে অপরাজিত থাকেন। হাঁকান ১৩ টি চার। ম্যাচের সেরাও নির্বাচিত হন স্মৃতি।
For all the latest Sports News Click Here