স্মিথ তো অস্ট্রেলিয়ায় বসে, ভারতের স্টুডিয়োয় কি তাহলে নকল স্টিভ? ফাঁস হল রহস্য
স্টিভ স্মিথ তো অস্ট্রেলিয়ায়! তাহলে কীভাবে ভারতে আইপিএলের সরকারি সম্প্রচারকারী স্টার স্পোর্টসের স্টুডিয়োয় হাজির হলেন? স্মিথের মতো দেখতে কেউ কি স্টুডিয়োয় হাজির হয়ে গেলেন? বিষয়টা ঠিক কী হল, সেটা ভেবে অনেকে মাথা চুলকোতে থাকেন। আর সেই ধন্দের মূলে আছে প্রযুক্তি। হলোগ্রাম প্রযুক্তির মাধ্যমে স্টার স্পোর্টসের স্টুডিয়োয় স্মিথের প্রতিকৃতি তুলে ধরা হয়। যে ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
শুক্রবার থেকে ষোড়শ আইপিএল শুরু হয়েছে। এবার আইপিএলের সম্প্রচার নিয়ে স্টার স্পোর্টস এবং জিয়োর মধ্যে ঠান্ডা লড়াই চলছে। শুধু টেলিভিশনে সম্প্রচারের স্বত্ব পেয়েছে স্টার স্পোর্টস। অনলাইনে স্ট্রিমিংয়ের স্বত্ব পেয়েছে জিয়ো। দীর্ঘদিন ধরে যে দুটি সম্প্রচার স্বত্ব ডিজনি প্লাস হটস্টারের হাতে ছিল। কিন্তু এবার সেটা দুটি আলাদা সংস্থার কাছে যাওয়ায় উভয়পক্ষই দর্শকদের টানতে বাড়তি কসরৎ করছে। লক্ষ্য একটাই, চমক দিয়ে দর্শকদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠা, যাতে সম্প্রচার স্বত্বের জন্য যে বড় অঙ্কটা গ্যাঁট থেকে খসেছে, সেটা টপকে আরও মুনাফা করা।
আরও পড়ুন: GT vs CSK IPL 2023 Live Updates: নিজের প্রথম ওভারেই মইনকে ফেরালেন রশিদ, ২ উইকেটের পতন
সেই রেশ ধরেই সম্ভবত শুক্রবার গুজরাট টাইটানস এবং চেন্নাই সুপার কিংসের ম্যাচ শুরুর আগে স্টার স্পোর্টসের স্টুডিয়োয় অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার স্মিথের প্রতিকৃতি তুলে ধরা হয়। যে সময় ভারতের স্টুডিয়োয় সশরীরে হাজির ছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা তথা কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) প্রাক্তন তারকা অ্যারন ফিঞ্চ এবং অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা টম মুডি। যিনি আইপিএলে দীর্ঘদিন কোচিং করিয়েছেন।
আরও পড়ুন: IPL 2023: ধোনির কাছেও এটা নতুন বিষয়! IPL-র নয়া নিয়ম নিয়ে কড়া জবাব KKR অধিনায়ক
গুজরাট টাইটানস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ
আট ওভারে তিন উইকেটে ৭২ রান তুলে ফেলেছে চেন্নাই। ১৯ বলে ৩৮ রানে খেলছেন রুতুরাজ গায়কোয়াড়। সঙ্গে ক্রিজে আছেন আম্বাতি রায়াডু (এক বলে এক রান)। একটি উইকেট পেয়েছেন মহম্মদ শামি। দুটি উইকেট পেয়েছেন রশিদ খান।
(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে – ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest Sports News Click Here