‘স্বামী’ যশের উপর থেকে চোখ সরছে না নুসরতের! অষ্টমীতে প্রকাশ্যেই বললেন-‘লাভ ইউ’
তাঁদের প্রেম আর দাম্পত্য নিয়ে চর্চার শেষ নেই! গত বছর পুজোর ঠিক আগেই যশ দাশগুপ্তের পুত্রের জননী হয়েছিলেন নুসরত জাহান। তারপর অনেকটা পথ পেরিয়ে এসেছেন তাঁরা। কিন্তু তবুও যেন এই জুটিকে নিয়ে কৌতুহলের অন্ত নেই! প্রকাশ্যে বহুবার যশকে নিজের ‘স্বামী’ বলে সম্বোধন করেছেন নুসরত। আজ পর্যন্ত যশরতের বিয়ের কোনও ছবি না দেখলেও, ঘনিষ্ঠ সূত্র বলে বিয়েটা সত্যিই সেরে ফেলেছেন তাঁরা।
দুর্গাপুজোটাও পরস্পরের সঙ্গেই কাটাচ্ছেন তাঁরা। প্যান্ডেল হপিং থেকে জমিয়ে খাওয়া-দাওয়া, সবটাই চলছে পুরোদমে। মহাষ্টমীর দিন সোশ্যাল মিডিয়ায় একফ্রেমে ধরা দিলেন ‘যশরত’। সেই ছবি দেখে মন্ত্রমুগ্ধ তারকা দম্পতির ফ্যানেরা। সবুজ রঙা বেনারসি ধুতি আর একই রঙা পঞ্জাবিতে ঝলমল করছেন যশ, বরের উপর থেকে চোখ ফেরাতেই পারছেন না নুসরত। অন্যদিকে নায়িকা কেমন সাজলেন? গাঢ় গোলাপি রঙা ভারী সিল্কের শাড়িতে সেজেছেন নুসরত। সঙ্গে কুন্দনের গা ভর্তি গয়নায় একদম রাজরানি নুসরত। এই রাজকীয় ছবি দিয়েই অষ্টমীর শুভেচ্ছা জানালেন নুসরত। এই ছবি দেখে ইমন লেখেন- ‘বলতেই হচ্ছে, গর্জাস লাগছে’।
পুজোর দিন কয়েক আগেই বাওয়ালি রাজবাড়িতে একটি ফটোশ্য়ুট সেরেছিলেন যুগল, সেই শ্যুটের ছবি এটি। তবে পুজোটাও জমিয়ে এনজয় করছেন তাঁরা। প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে চলছে ঠাকুর দর্শন। সপ্তমীর দিন সাবেকি সাজে সেজে একগুচ্ছ ছবি পোস্ট করেছিলেন যশ। সেই ছবি দেখে তো ‘ফিদা’ নুসরত। সেই ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে নুসরত লেখেন- ‘লাভ ইউ’।
২০২০ সালে এসওএস কলকাতার সেটে জমে উঠে দুজনের বন্ধুত্ব, এরপর শুরু প্রেমের সফর। দুনিয়ার চোখে অবশ্য নুসরত তখনও নিখিল জৈন ঘরণী। ২০২১-এর শুরুতেই নুসরত-নিখিলের আলাদা হওয়ার খবর এবং যশ-নুসরতের প্রেম চর্চার কেন্দ্রবিন্দুতে চলে আসে। এরপর সামনে আসে নুসরতের মা হতে চলার খবরও। গত বছর অগস্টে ঈশানের জন্ম হয়। ছেলের জন্মের পর প্রথম পাবলিক অ্যাপিয়ারেন্সে নুসরত ইঙ্গিতে জানিয়েছিলেন যশই তাঁর সন্তানে বাবা। পরে কেএমসি-র নথিতেও সেই ছবিই ধরা পড়ে।
ইশানের দ্বিতীয় দুর্গাপুজো এইবার। বাবা- দুই ছেলের (যশের প্রথমপক্ষের সন্তান রেয়াংশ ও ইশান) রঙ মিলিয়ে জামা কিনেছেন নুসরত, তা আগেই জানিয়েছিলেন। তবে ছেলেদের ছবি প্রকাশ্যে আনতে না-রাজ দুজনেই। সোশ্যাল মিডিয়ার আড়ালেই ইশানকে বড় করতে আগ্রহী এই তারকা দম্পতি।
For all the latest entertainment News Click Here