স্বাধীনতা দিবসে রাজ্যের এই সিনেমা হলগুলিতে বিনামূল্যে সিনেমা দেখা যাবে! তালিকা..
১৫ অগস্ট স্বাধীনতা দিবস। ৭৫তম স্বাধীনতা দিবসে দেশ সাক্ষী হবে গর্বময় মুহূর্তের। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। দেশজুড়ে প্রস্তুতি চলছে তুঙ্গে। এ বছর দেশ পালিত হচ্ছে স্বাধীনতার অমৃত মহোৎসব।
৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে লখনউয়ের মাল্টিপ্লেক্সগুলিতে বিনামূল্যে সিনেমা দেখানো হবে। শহরের ডিএম সূর্যপাল গংওয়ার শুক্রবার এই সংক্রান্ত একটি বিবৃতি জারি করেন। তাঁর অধীনে লখনউয়ের ১২টি প্রেক্ষাগৃহে বিনামূল্যে সিনেমা দেখতে পাওয়া যাবে।
আরও পড়ুন: ‘আজীবন তুমি মনের বিশেষ জায়গায় থাকবে’, প্রয়াত প্রিয়াঙ্কার ‘কোয়ান্টিকো’ কো-স্টার
ডিএম অফিস থেকে মাল্টিপ্লেক্স সিনেমা হলের নাম ও মোবাইল নম্বরও বিবৃতিতে জারি করা হয়েছে। এ ছাড়া যে ছবিটি দেখানো হবে, সময় এবং বসার ক্ষমতা সম্পর্কেও তথ্য দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ১৪ বছর বয়সে কেবিসিতে জিতেছিলেন ১ কোটি, UPSC পাশ করে এখন IPS অফিসার এই ছেলে!
ডিএম সূর্যপাল গাংওয়ার জানান, জাতীয় উৎসব স্বাধীনতা দিবস উপলক্ষে গত বছরের মতো এবারও রাজধানীর মাল্টিপ্লেক্স সিনেমা হলে বিনামূল্যে দেশাত্মবোধক চলচ্চিত্র দেখানোর প্রস্তাব রয়েছে। মানুষ আগে আসলে আগে বসতে পারবেন। সেই ভিত্তিতে মাল্টিপ্লেক্সে তাঁদের টিকিট বুক হবে।
জেলা ম্যাজিস্ট্রেটের জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সিনেমা হলগুলিতে বিনামূল্যে সিনেমা দেখানো হবে।
১. আইনক্স গার্ডেন গ্যালারিয়া, তেলিবাগ
২. আইনক্স ফিনিক্স প্লাসিও, গোমতীনগর এক্সটেনশন
৩. আইনক্স কাউন্টি, ফৈজাবাদ রোড, চিনহাট
৪. আইনক্স উমরাও, নিশাতগঞ্জ
৫. আইনক্স রিভারসাইড, গোমতী নগর
৬. পিভিআর সিঙ্গাপুর মল, গোমতীনগর
৭. পিভিআর, সাহারাগঞ্জ
৮. পিভিআর ফিনিক্স, আলমবাগ
৯. সিনেপোলিস ফান রিপাবলিক, গোমতী নগর
১০. সিনেপলিস, ওয়ান অবধ গোমতীনগর
১১. বেদ মাল্টিপ্লেক্স, গোমতীনগর
১২. কৃষ্ণা কর্নিভাল, আলমবাগ
কৃষ্ণা কর্নিভালে ‘দ্য ম্যাচ অফ লাইফ’ ফিল্ম প্রদর্শিত হবে এবং অন্যান্য মাল্টিপ্লেক্স থিয়েটারে ‘রকেট্রি’ প্রদর্শিত হবে।
For all the latest entertainment News Click Here