স্বাধীনতা দিবসে প্রকাশ্যে দেবের ঐতিহাসিক ছবি ‘বাঘা যতীন’-এর টিজার, দেখুন VIDEO
ভারতের স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে বড় ঘোষণা করলেন দেব। নিজের পরের ছবির কথা জানালেন টিজার শেয়ার করে। স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ওরফে বাঘা যতীনের ভূমিকায় এরপর তাঁকে দেখা যাবে। সেই সিনেমারই টিজার শেয়ার করে নিলেন তিনি সোমবারে। সঙ্গে রয়েছে ছবিতে দেবের ফার্স্ট লুকও।
টিজার শেয়ার করে দেব লিখলেন, ‘যতীন মুখার্জি হয় মারে না হয় মরে, ধরা দেয় না। ৭৫ তম স্বাধীনতার এই মহোৎসবে উন্মোচিত হবে এক বাঙালীর বীরগাথা, বাংলার বীর – বাঘাযতীন।’ দেবের শেয়ার করা এই টিজারখানা ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে। শোনা যাচ্ছে, অক্টোবর থেকেই শুরু হবে ছবির কাজ। ছবির খবর মিলেছিল আগেই। তবে অভিনেতা ও প্রযোজনা সংস্থার তরফে তখন নাকচ করে দেওয়া হয়েছিল এই তথ্য। শনিবার রাতে একটু অভাস দিয়েছিলেন দেব। সোমবার সকালে উপহার দিলেন টিজার। ছবির সিংহভাগ জুড়ে থাকবে ভিএফএক্সের কাজ। সেই সময়ের অবিভক্ত বাংলাদেশ, বাঘের সঙ্গে যতীন্দ্রমোহন মুখোপাধ্যায়ের খালি হাতে লড়াই— সব দেখানো হবে ভিএফএক্সের মাধ্যমে। আরও পড়ুন: বিয়ে করবেন না প্রযোজনা সংস্থা খুলবেন? অঙ্কুশের ‘বড় ঘোষণা’র অপেক্ষায় ভক্তরা
দেব রবিবার রাতে একটি স্ট্যাম্পের ছবি শেয়ার করেন। যাতে দেখা গিয়েছিল ঘোড়া ধরে রয়েছেন যতীন্দ্রনাথ। আর সেটার ক্যাপশনে লেখা, ‘আমার জীবনের অন্যতম কাঙ্খিত ছবির সাক্ষী হোন আগামীকাল সকাল ১১টায়। কাল দেখা হবে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স-এর পেজে।’ আরও পড়ুন: শেরশাহ থেকে দঙ্গল-চক দে ইন্ডিয়া, সিনেমার এই দৃশ্যগুলি দেখলে এখনও গায়ে কাঁটা দেয়
গত বছর দর্শকদের আরও একটা ঐতিহাসিক ছবি উপহার দিয়েছিলেন দেব, নাম ছিল ‘গোলন্দাজ’। সেখানে তিনি ভারতের ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর চরিত্রে অভিনয় করেছিলেন। যা মন কেড়েছিল দর্শকদের। এদিকে ‘বাঘাযতীন’-এর পরিচালক চলতি বছরের শুরুতে মুক্তি দিয়েছিল ‘৮/১২’। বিনয়, বাদল ও দীনেশের সংগ্রামের ওপর ভিত্তি করে তৈরি ছবিখানা দর্শকদের প্রশংসা পেয়েছিল। তাই আশা করা যায় এই ছবিও একইভাবে সকলকে আকৃষ্ট করবে। সঙ্গে দেবের মতো একজন অভিনেতা তো রইলেনই।
কাজের সূত্রে, দেবকে এখন দেখা যাচ্ছে ছোট পরদায়। ডান্স রিয়েলিটি শো ‘ডান্স ডান্স জুনিয়র’-এর বিচারক তিনি, সঙ্গে রয়েছেন বান্ধবী রুক্মিণী মৈত্রও। দেবের ‘বাঘা যতীন’-এ কোন অভিনেত্রী থাকবেন তা জানা না গেলেও, অনেকের মুখেই নাম উঠে আসছে ইশা সাহা আর রুক্মিণীর।
For all the latest entertainment News Click Here