স্বাধীনতার পর মমতাদির মতো দূরদৃষ্টিসম্পন্ন,ডায়নামিক নেতা আমরা আর পাইনি: নচিকেতা
তাঁকে ঘিরে চর্চার শেষ নেই। টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম ঠোঁটকাটা মানুষ তিনি। তাঁর মুড নিয়েও কম আলোচনা হয় না। মুড না থাকলে তিনি সাক্ষাৎকার পর্যন্ত দিতে রাজি হন না, একথা কারুর অজানা নয়। কিন্তু সবকিছু পেরিয়ে লক্ষ লক্ষ ভক্ত মনের ‘গুরুদেব’ নচিকেতা চক্রবর্তী। দীর্ঘ সাত-আট বছর পর সম্প্রতি বাংলাদেশে হাজির হয়েছিলেন গায়ক। সেখানে গিয়ে নিজের কেরিয়ার থেকে বর্তমান সময়ের টলিউড ইন্ডাস্ট্রি এবং রাজনীতির হালকিকত নিয়ে মন খুলে আড্ডা দিয়েছেন নচিকেতা।
‘প্রথম আলো’-কে দেওয়া সাক্ষাৎকারে একাধিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দরাজ প্রশংসা করেছেন গায়ক। একটা সময় কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত ছিলেন নচিকেতা। বিশ্বাসী ছিলেন মাওবাদে। তাঁর কথায়, ‘এখনো আমি কমিউনিস্ট। তবে আমি প্রাইভেট। আমার কোনো দল নেই।’ কমিউনিজমের আদর্শে বিশ্বাসী হয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের হয়ে প্রচার কেন? এই প্রশ্নের জবাবে শান্ত মেজাজে গায়ক বলেন, ‘আসলে ওই সরকারের বিরুদ্ধে আমিও নেমেছিলাম, তিনিও নেমেছিলেন। আমি আপামর জনগণের মতোই নেমেছিলাম। কিন্তু আমিই টার্গেট হয়ে গেলাম।’
এক কোনও কিছু করা সম্ভবপর নয়, ভেবেই মমতার হয়ে প্রচারে নামা, সাফাই দিলেন গায়ক। সঙ্গে সংযোজন, ‘তার (মমতা) সঙ্গে একটা সখ্য হলো। সম্পর্কটা ভাই–বোনের হয়ে গেল। প্রচুর ঝগড়া করি আমরা। ওর বকুনিটাই একমাত্র শুনি। পৃথিবীতে আর কারওটা শুনি না।’
তখন দেখলাম, একা কিছু তো করা সম্ভব নয়। তাই তার সঙ্গে যুক্ত হলাম। বক্তৃতা দিলাম। তার সঙ্গে একটা সখ্য হলো। সম্পর্কটা ভাই–বোনের হয়ে গেল। প্রচুর ঝগড়া করি আমরা। ওর বকুনিটাই একমাত্র শুনি। পৃথিবীতে আর কারওটা শুনি না’। তাঁর সৃষ্টিশীলতার পথে মমতা কোনওদিন বাধা হয়ে দাঁড়াননি, কোনওদিন তাঁর উপর কোনও চাপ সৃষ্টি করেননি জানান নচিকেতা। সঙ্গে বলেন, খোলা মনে তাঁর কাজের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। স্মৃতি হাতড়ে গায়ক ওই সাক্ষাৎকারে জানান, ‘একবার মমতাদি আমার গান শুনে বলেছেন, একজন রাজনীতিবিদ তিন ঘণ্টা বক্তৃতা দিয়ে যা করতে পারেন, নচি, তুমি একটা গান দিয়ে সেটাই সহজে করে দেখাতে পারো। তিনি ভীষণ রকম ভালো মানুষ। যে যা–ই বলুক, আমরা কিন্তু স্বাধীনতার পর এমন দূরদৃষ্টিসম্পন্ন ডায়নামিক নেতা আর পাইনি। এমন ভালো মানুষও পাইনি।’
এতো মানুষ তাঁর ভক্ত, চোখ বন্ধ করে যাঁকে ভরসা করে জনগণ, সেই নচিকেতার কাছে ভোটে লড়বার প্রস্তাব আসেনি? মুচকি হেসে তাঁর জবাব,’আমাকে অনেকবার বলেছে। আমি প্রস্তাব ফিরিয়েছি। এমপি হব, কিন্তু সংসদে যাব না, মিটিং করব না, অন্যরা আমার কাজগুলো করবেন—এ আমার দ্বারা হবে না। আমি ভীষণ মাথাগরম লোক। আমি যে কাজ করিনি, সেটার ফল আমি নিতে পারব না। আমি হিপোক্রেট হতে পারব না।’
For all the latest entertainment News Click Here