স্বল্প পুঁজি নিয়েও ধনকুবেরদের হারিয়েছি, গত বিশ্বকাপের জয় নিয়ে এখনও বড়াই রামিজের
২০২১ টি২০ বিশ্বকাপে প্রথমবার ওয়ার্ল্ড কাপে ভারতকে হারিয়েছিল পাকিস্তান। তাও একেবারে দশ উইকেটে জয়। শেষ পর্যন্ত সেমিফাইনালে হারলেও পাকিস্তানের জন্য সবচেয়ে বড় জয় যে এসেছিল ভারতের বিরুদ্ধে, সেটা বলাই বাহুল্য। একবছর বাদে এবার অস্ট্রেলিয়ার মাটিতে ফের বসতে চলেছে টি২০ বিশ্বকাপের আসর। কিন্তু এখনও সেই পুরনো কাসুন্দি ঘেঁটে চলেছেন রামিজ রাজা। হাজার হাজার কোটির টিম ভারতের বিরুদ্ধে জেতার জন্য বাবরদের ক্রেডিট দেওয়া উচিত বলে মনে করেন পিসিবি প্রধান। এখন পাকিস্তানকে ভারত অনেক বেশি গুরুত্ব দেয় বলেও তাঁর দাবি।
প্রসঙ্গত, গত অক্টোবর অবধি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ১২টি ম্যাচে মুখোমুখি হয়ে সবকটি জিতেছিল ভারত। এর মধ্যে সাতটি ওডিআই ও পাঁচটি টি২০ বিশ্বকাপে। তবে দশ উইকেটে হারিয়ে ভারতের সেই দর্পচূর্ণ করেছে পাকিস্তান। তারপর এশিয়া কাপেও হালে জিতেছে পাকিস্তান। এই নিয়েই খুব গর্বিত রামিজ রাজা। তাঁর মতে সমর্থক ও সমালোচক, উভয়েরই বোঝা উচিত কত বড় কৃতিত্ব এটি।
পাকিস্তানের বহুল প্রচারিত ডন সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে রামিজ রাজা বলেন, ভারত-পাক ম্যাচ মূলত স্নায়ুর লড়াই। স্কিল ও ট্যালেন্ট সেখানে পিছনের সারিতে চলে যায়। মানসিক ভাবে শক্ত হলে ও হার না মানার অদম্য ইচ্ছাশক্তি থাকলে আন্ডারডগও হারিয়ে দিতে পারে। তাঁর মতে, এখন ভারত খুব সম্মান করে পাকিস্তানকে কারণ তারা জানে বাবররা যে কোনও সময় হারিয়ে দিতে পারে। সেই কারণেই বাবরদের সম্মানপ্রাপ্য কারণ তাঁরা টাকার কুমির যে দল, তাদের হারাতে সক্ষম হচ্ছে। নিজের উদাহরণ দিয়ে রামিজ রাজা বলেন যে তিনিও বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলেছেন কিন্তু হারাতে পারেননি। স্বল্প পুঁজি নিয়েও বর্তমান দল ভারতের সঙ্গে চোখ চোখ রেখে লড়ছে বলে জানান রামিজ রাজা। আগামী ২৩ তারিখ বিশ্বকাপের প্রথম ম্যাচে মেলবোর্নে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়ছে। তাতেই আরেকটু উত্তাপ বাড়িয়ে দিলেন রামিজ রাজা।
For all the latest Sports News Click Here