স্বরা-ফাহাদের বিয়ের কার্ডে শাহরুখ যোগ, লেখা হল ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান…
গত মাসে হঠাৎই সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদকে বিয়ে করে চমকে দিয়েছিলেন স্বরা ভাস্কর। রেজিস্ট্রি বিয়ের পর ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমেই সেরেছিলেন বিয়ের অনুষ্ঠান। জানিয়েছিলেন ১১-১৬ মার্চ পর্যন্ত ঘটা করে রীতি মেনে সামাজির বিয়ে সারবেন স্বরা ভাস্কর। জানিয়েছিলেন তাঁদেরও হলদি, সঙ্গীত, মেহেন্দি সবই হবে। দিল্লিতে নিজের দিদার বাড়িতে সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছিলেন স্বরা। বন্ধুদের কাছে পৌঁছেও গিয়েছিল আমন্ত্রণ পত্র। ইতিমধ্যেই সোশ্যালে ভাইরাল হয়েছে স্বরা-ফাহাদের বিয়ের কার্ড।
স্বরা ভাস্কর ও ফাহাদ আহমেদের বিয়ের কার্ডটি ডিজাইন করেছেন প্রতীক এবং অনুপম। বিয়ের কার্ডটি শেয়ার করে তাঁরা লিখেছেন, স্বরা-ফাহাদ চেয়েছেন, দিল্লিতে নাগরিক বিক্ষোভের সময় কীভাবে তাঁদের একে অপরের সঙ্গে দেখা হয়েছিল এবং একে অপরের প্রেমে পড়েছিলেন। মুম্বইয়ের মেরিন ড্রাইভে একসঙ্গে কাটোর স্ম-তি, সিনেমার প্রতি একে অপরের ভালোবাসা, আর অবশ্যই তাঁদের সঙ্গে জড়িয়ে রয়েছেন পোষ্য বিড়াল গালিব। বিয়ের কার্ডে নব-দম্পতির তরফে লেখা হয়, ‘কখনও আপনি এমন কিছু খুঁজেছেন যা আপনার পাশেই ছিল। আমরা প্রেম খুঁজছিলাম, কিন্তু প্রথমে বন্ধুত্ব পেয়েছি।’ দিল্লিতে নাগরিক প্রতিবাদের সময় একে অপরের সঙ্গে দেখা, ধীরে ধীরে দেশের নানান রাজনৈতিক পরিস্থিতিতে আমরা একে অপরকে খুঁজে পেয়েছি।’
নব-দম্পতির তরফে আরও লেখা হয়, ‘অন্ধকারের সময়ে, আমরা আলো খুঁজে পেয়েছি এবং একে অপরকে নতুন চোখে দেখতে শুরু করেছি। তারপরে ঘূর্ণিঝড়ও এসেছে। আমরা ঘৃণার সময়ে প্রেম পেয়েছি। হ্যাঁ, উদ্বেগ এবং অনিশ্চয়তা এবং ভয়ও ছিল। তবে বিশ্বাস এবংআশাও রয়েছে।’
স্বরার ‘বিয়ের চিঠি’তে মুম্বই শহরের থিম রয়েছে। দেখা গিয়েছে মুম্বইয়ের সমুদ্রতটে শাহরুখ খানের DDLJ সিনেমার পোস্টার। সেই সঙ্গে কার্ডে ধরা পড়েছে সাবওয়ের কাছে মানুষের ভিড়ও । রয়েছে বিভিন্ন ধরনের মেসেজ কার্ডে ‘হাম দেখেঙ্গে’, ‘ইনকিলাব জিন্দাবাদ’, ‘হাম সব এক হ্যায়’ এবং ‘হাম ভারত কে লোগ’-এর মতো স্লোগানও উঠে এসেছে।
For all the latest entertainment News Click Here