‘স্বপ্ন সত্যি হয়েছে’, আইফা ২০২২-এ সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন কৃতী শ্যানন
আইফা ২০২২-এ সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার পেয়ছেন অভিনেত্রী কৃতী শ্যানন। সারোগেসি এবং মাতৃত্বের উপর ভিত্তি করে তৈরি ছবি মিমি’। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন কৃতী। এই ছবির চরিত্রের জন্যই পুরস্কার জিতেছেন নায়িকা।
অভিনেত্রীকে শেষবার অক্ষয় কুমারের সঙ্গে ‘বচ্চন পাণ্ডে’ ছবিতে দেখা গিয়েছে। পুরস্কার জয়ের পর নেটমাধ্যমে একটি দীর্ঘ নোট শেয়ার করে ধন্যবাদ জানিয়েছেন কৃতী। হলুদ গাউনে পোজ দিয়ে অভিনেত্রী নিজের কিছু চমত্কার ছবি শেয়ার করেছেন। হাতের পুরস্কারে চুম্বন করতে দেখা গিয়েছে তাঁকে।
ডেবিউ পর ৮ বছর সময় লেগেছে তাঁর এই খেতাব জিততে। তবে তিনি খুশি যে ‘মিমি’-এর জন্য পুরস্কার পেয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করার পাশাপাশি দীর্ঘ পোস্টে কৃতী লিখেছেন, ‘স্বপ্ন সত্যি হয়েছে। এর জন্য কঠোর পরিশ্রম করা এবং কখনও বিশ্বাস হারাবেন না! আমার প্রথম পুরস্কার পেতে ৮ বছর সময় লেগেছে। #সেরা অভিনেত্রীর পুরস্কার।’ আরও পড়ুন: IIFA 2022: কালো পোশাকে ঝলমলে ঐশ্বর্য-অভিষেক! ছেলে-পুত্রবধূকে যে কথা বললেন বিগ বি
অভিনেত্রী আরও লিখেছেন, ‘কিন্তু আমি খুব খুশি যে আমি #মিমির জন্য আমার প্রথম পুরস্কার পেয়েছি। একটি চলচ্চিত্র যা আমি চিরকাল মনে রাখব, একটি চরিত্র যা আমার ফিল্মগ্রাফিতে সর্বদা বিশেষ থাকবে! অনেক ধন্যবাদ @iifa। #Dinoo @laxman.utekar স্যারের কাছে সর্বদা কৃতজ্ঞ থাকব আমাকে সারাজীবনের জন্য আপনাদের মিমি বানানোর জন্য এবং পুরো কাস্ট এবং ক্র মিমির এই যাত্রাকে এতটা স্মরণীয় করে রাখার জন্য।’
এরপর ‘আদিপুরুষ’, ‘গণপথ’, ‘ভেড়িয়া’ এবং ‘শেহজাদা’ ছবিতে দেখা যাবে কৃতীকে।
For all the latest entertainment News Click Here