স্বপ্নের দৌড়! ৫ দিনে ৬০০ কোটির ব্যবসা, RRR-এর হিন্দি ভার্সন ছুঁয়ে ফেলল ১০০ কোটি
এসএস রাজামৌলীর ছবি মানেই বক্স অফিসে রেকর্ড ব্যবসা। নতুন মাইলস্টোন, আর প্রোডিউসারের লক্ষ্মীলাভ। বাহুবলী পরিচালকের ‘আরআরআর’ নিয়ে শুরু থেকেই উত্তেজনার পারদ ছিল চরমে। আর সেই প্রত্যাশা পূরণে পুরোপুরি সফল রাজামৌলি। গত শুক্রবার রিলিজ করেছে ‘রৌদ্রম রানাম রুধিরাম’ ওরফে RRR, আর মুক্তির চার দিনের মাথাতেই ৫০০ কোটির কালেকশন অনায়াসে পার করে ফেলেছিল এই ছবি। পঞ্চম দিনেও রেকর্ড গড়ার নজির অব্যাহত থাকল।
এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন জুনিয়র এনটিআর এবং রাম চরণ। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে ধরা দিয়েছেন দুই বলি তারকা, আলিয়া ভাট ও অজয় দেবগণ। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানিয়েছেন, এই ছবির হিন্দি ভার্সন পাঁচ দিনে মোট ১০৭.৫৯ কোটির ব্যবসা করেছে। এক নজরে দেখে নিন সেই আয়ের হিসাব-
শুক্রবার- ২০.০৭ কোটি টাকা
শনিবার- ২৪ কোটি টাকা
রবিবার- ৩১.৫০ কোটি টাকা
সোমবার- ১৭ কোটি টাকা
মঙ্গলবার- ১৫.০২ কোটি টাকা
তরণ আদর্শ আরও জানান, এই ছবির হিন্দি ভার্সন খুব সহজেই প্রথম সপ্তাহেই বাহুবলী: দ্য বিগিনিং-এর মোট আয় ছাপিয়ে যাবে। এটি রাজামৌলির তিন নম্বর ছবি হিসাবে হিন্দির বক্স অফিসে সেঞ্চুরি হাঁকালো। পাশাপাশি দক্ষিণী সুপারস্টার এনটিআর ও রামচরণের প্রথম ছবি হিবাসে হিন্দি বলয়ে ১০০ কোটির টিকিট বিক্রির নজির গড়ল।
অন্যদিকে ট্রেড অ্যানালিস্ট রমেশ বালা এই ছবির বিশ্বব্যাপী আয়ের রেকর্ড সামনে এনেছেন। মাত্র পাঁচ দিনেই ৬০০ কোটির ব্যবসা করে ফেলেছে এই ছবির তামিল, তেলুগু ও হিন্দি ভার্সন।
For all the latest entertainment News Click Here