স্বজনপোষণ নিয়ে মুখ খুললেন ভাগ্যশ্রী-কন্যা, ‘স্টার কিড’-দের হয়ে তুললেন আওয়াজ
স্বজনপোষণ নিয়ে এবার মুখ খুললেন ভাগ্যশ্রী-কন্যা অবন্তিকা দাসানি।সম্প্রতি, একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে রোহন সিপ্পির পরিচালনায় সাইকোলজিক্যাল ছবি ‘মিথ্যা’-র মাধ্যমে বলিপাড়ায় আত্মপ্রকাশ করেছেন অভিনেত্রী অবন্তিকা। এই সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করছেন হুমা কুরেশি এবং অবন্তিকা। হুমার চরিত্রের নাম জুহি। হিন্দি সাহিত্য বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকার চরিত্রে দেখা মিলবে অভিনেত্রীর। তার ছাত্রী রিয়া রাজগুরুর চরিত্রে রয়েছেন অবন্তিকা দাসানি।
রাখঢাক না করে অবন্তিকা জানিয়েছেন যে স্টার কিডদের নিয়ে অনেকসময় সাধারণ মানুষ যে সমালোচনা করেন তা অনেকাংশেই ঠিক নয়। তাঁর দাবি, তারকা-সন্তান হওয়া মানেই এই নয় যে সবকিছু রুপোর থালায় সাজিয়ে তাঁর সামনে হাজির করা হয়। জোর গলায় তিনি জানিয়েছেন স্টার-কিড হওয়া সত্বেও কাজ পাওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন তিনি। ‘মিথ্যা’-র পর অবন্তিকাকে দেখা যাবে তেলেগু ছবিতে। দক্ষিণী অভিনেতা বেলামকোন্ডা গণেশ-এর বিপরীতে বিপরীতে তাকছেন তিনি।
ইন্ডিয়া.কম-কে দেওয়া ওই সাক্ষাৎকারে অবন্তিকা বলেছেন, ‘মানুষজন যদি মনে করেন ভাগ্যশ্রীর কন্যা বলেই সবকিছু গুছিয়ে আমার সামনে পেশ করা হয়েছে, তা একেবারেই ভুল বলা হবে। আমি কোনওরকমভাবেই সেই সুবিধে পাইনি।’
এর পাশাপাশি তিনি আরও জানিয়েছেন জাহ্নবী কাপুর কিংবা অনন্যা পাণ্ডে-দের মতো অন্যান্য তারকা সন্তানদের সঙ্গে তাঁর তুলনা টানা উচিত নয়। অবন্তিকার যুক্তি, ‘প্রতিটি দর্শকের দৃষ্টিভঙ্গি আলাদা। যে ব্যাপারটি আমার ভালো লাগছে তা আপনার ভালো নাও লাগতে পারে। তাই একে অন্যের সঙ্গে তুলনা করাটা ঠিক নয়। তাই প্রত্যেক শিল্পীকেই স্রেফ তাঁদের কাজের নিরিখেই বিচার করা উচিত।’
For all the latest entertainment News Click Here