স্ফীতোদরে হাত অন্তঃসত্ত্বা রুক্মিণীর! সত্যবতী রূপে বান্ধবীর ঝলক সামনে আনলেন দেব
মঙ্গলবার অভিনেত্রী রুক্মিণী মৈত্রর জন্মদিন। আর এই বিশেষ দিনেই সত্যবতী রূপে সামনে এলেন দেব-প্রিয়া। অনেক আলোচনার পর ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’তে সত্যবতী হিসাবে রুক্মিণীকেই কাস্ট করেন প্রযোজক দেব। সেই নিয়ে স্বজনপোষণের অভিযোগেবিদ্ধ হয়েছিলেন নায়ক। তবে সব সমালোচনার জবাব দিয়ে এদিন সত্য়বতী রূপে মুগ্ধ করেন রুক্মিণী। এদিন সোশ্যাল মিডিয়ায় রুক্মিণীর সত্যবতী লুক প্রকাশ্য়ে আনা হয় দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের তরফে, সেই টুইট রি-টুইট করেছেন খোদ ‘ব্যোমকেশ’ দেব।
রুক্মিণীর জন্মদিনে এর চেয়ে দামী উপহার আর কী বা দিতে পারতেন দেব! আটপৌরে করা পরা লাল পেড়ে শাড়িতে স্নিদ্ধ দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন বাঙালি গৃহবধূ রুক্মিণী। হাতে শাঁখা-পলা, গলায় সোনার মালা, সিঁথি রাঙানো সিঁদুরে, খোলা চুলে দাঁড়িয়ে রয়েছেন অন্তঃসত্ত্বা রুক্মিণী থুড়ি সত্যবতী। স্ফীতোদরের উপর রাখা তাঁর হাত। হবু সন্তানের অপেক্ষায় দিন গুণছে সে, তা স্পষ্ট তাঁর চাউনিতে।
রুক্মিণীর সত্যবতী লুক দেখে মিশ্র প্রতিক্রিয়া চোখে পড়ল। ‘দেবক্মিণী’ ভক্তরা ভরিয়ে দিয়েছেন প্রশংসায়। একজন লেখেন- ‘রুক্মিণীকে খুব মানিয়েছে সত্যবতী রূপে, অন্তঃসত্ত্বা অবস্থায় জেল্লা বেড়ে গিয়েছে’। অপর একজন লেখেন- ‘উফ আর তো তর সইছে না, তবে অগস্ট মাস আসবে’। তবে অনেকে তুলনা টেনে লিখেছেন, ‘কোয়েলকে অনেক বেশি মানাতো সত্য়বতী হিসাবে, রুক্মিণীকে ভালো লাগছে না’। তবে সমালোচকের থেকে ‘সত্য়বতী’ রুক্মিণীর প্রশংসকই বেশি।
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘দুর্গ রহস্য’ অবলম্বনে তৈরি হয়েছে ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’। ছবি পরিচালনায় বিরসা দাশগুপ্ত। এই ছবিতেই প্রথমবার বাঙালির আইকনিক ‘সত্যান্বেষী’ ব্য়োমকেশ-এর চরিত্রে ধরা দেবেন দেব। অজিতের ভূমিকায় থাকছেন অম্বরীশ ভট্টাচার্য। ছবির শ্যুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে। তৃতীয় পর্বের শ্যুটিং শেষে রুক্মিণীর সঙ্গে রোম্যান্টিক মুডে ধরা দিয়েছিলেন ‘ব্যোমকেশ’ দেব। পড়ন্ত সূর্যকে সাক্ষী রেখে জমে উঠেছিল ব্যোমকেশ-সত্য়বতীর ভালোবাসার গল্প।
এর আগে এক সাক্ষাৎকারে রুক্মিণী অকপটে স্বীকার করে নিয়েছেন শরদিন্দু তাঁর পড়া নেই। আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে নায়িকা জানিয়েছিলেন, ‘একটা সত্যি কথা, আমার শরদিন্দু পড়া নেই। তবে চরিত্রটাকে বোঝার চেষ্টা করছি। দামিনী বেণী বসুর কাছে ওয়ার্কশপ করছি। মানুষের সমালোচনার কথা ভাবলে কাজই তো করতে পারব না।’
দেবের হাত ধরে ‘চ্যালেঞ্জ’ ছবির সঙ্গে রুপোলি সফর শুরু করেছিলেন রুক্মিণী। এখনও পর্যন্ত হাফ ডজন ছবিতে দেবের নায়িকা হিসাবে দর্শক দেখেছে রুক্মিণীকে। এই নিয়ে সাত নম্বরবার পর্দায় জুটিতে ‘দেবক্মিণী’। আগামী ১১ই অগস্ট মুক্তি পেতে চলেছে ‘ব্য়োমকেশ ও দুর্গ রহস্য’। এই ছবিতে মণিলালের ভূমিকায় দেখা যাবে সত্যম ভট্টাচার্যকে। থাকবেন রজতাভ দত্তও। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং শ্যাডো ফিল্মসের প্রযোজনায় এই সিনেমাটি তৈরি হয়েছে।
For all the latest entertainment News Click Here