স্পোর্টিং পিচের আশায় ICC অ্যাকাডেমির প্রাক্তন হেড কিউরেটরকে লাহোরে ডেকে আনল PCB
শুভব্রত মুখার্জি
পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে এখনও পর্যন্ত সবথেকে বেশি সমালোচিত ২২ গজ। বলা যায় আলোচনার কেন্দ্রবিন্দুতে ব্যাটারদের পাশে রয়েছে রাওয়ালপিন্ডি এবং করাচির পিচ। দুই টেস্টেই নির্বিষ পিচের কারণে দুই দেশের ব্যাটাররা ভুরি ভুরি রান করেছেন। দুটি ম্যাচ শেষ হয়েছে নির্বিষ ড্র’তে। ফলে ২২ গজের উপর স্বাভাবিকভাবেই রাগ গিয়েছে পড়েছে পাক ক্রিকেটের সমর্থকদের।
এমন আবহে দাড়িয়ে গদ্দাফিতে তৃতীয় টেস্টের আগে সতর্ক পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসি অ্যাকাডেমির প্রাক্তন পিচ প্রস্তুতকারক টবি লাম্পসডেনকে আনা হয়েছে গদ্দাফির স্থানীয় পিচ প্রস্তুতকারকদের সহায়তা করতে।
প্রসঙ্গত দুই টেস্ট মিলিয়ে মোট ২৩০০ রান হয়েছে। সেখানে পিন্ডিতে পড়েছে ১৪টি এবং করাচিতে পড়েছে ২৮টি উইকেট। পিসিবির তরফে নিশ্চিত করা হয়েছে লাম্পসডেনের লাহোরে ১০ দিনের অ্যাসাইনমেন্টে এসে পৌঁছনোর কথা। তৃতীয় টেস্টে যাতে করে রেজাল্ট পাওয়া যায় সেই উদ্দেশ্যে লাম্পসডেনের পিচ তৈরির অভিজ্ঞতাকে কাজে লাগাবে পিসিবি। উল্লেখ্য আইকনিক এমসিজির উইকেট তৈরিতেও সহায়তা করেছিলেন লাম্পসডেন।
এদিকে পিচ তৈরিতে সহায়তার বিষয়ে বলতে গিয়ে প্রাক্তন পেসার আকিব জাভেদ ভারতীয় পিচ প্রস্তুতকারকদের সহায়তা নেওয়ার কথা বলেছেন। কারণ তাঁর মতে বছরের পর বছর ভারতের জন্য ঘরের মাটিতে সহায়ক পিচ বানায় এই কিউরেটররা। আকিব জাভেদ বলেছেন, ‘আমরা অন্য কোথাও কেন যাচ্ছি? মুম্বই, ব্যাঙ্গালোর, চেন্নাইয়ে যারা পিচ প্রস্তুত করে, তাদের কাছ থেকে খোঁজ নেওয়া হোক কি করে তারা টার্নার পিচ বানায় যেখানে ভারতীয় স্পিনাররা আধিপত্য দেখায়। আমি বিস্মিত পাকিস্তান এখনও পর্যন্ত টার্নিং ট্র্যাক বানাতে পারেনি যা দেশের স্পিনারদের সহায়ক হবে।’
For all the latest Sports News Click Here