স্পোর্টস ব্রা-তে ছবি ‘ঊর্মি’ অন্বেষার, নায়িকার খোলামেলা পোশাকে আপত্তি ভক্তদের!
সবে অভিনয় কেরিয়ার শুরু করলেও দর্শক মনে জায়গা করে নিয়েছে জি বাংলার ‘এই পথ যদি না শেষ হয়’-এর ঊর্মি ওরফে অন্বেষা হাজরা। ঊর্মি-সাত্যকি অর্থাৎ অন্বেষা হাজরা এবং ঋত্বিক মুখোপাধ্যায়ের জুটি খুব পছন্দ করেন দর্শকরা। তাই তো অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় কোনও ছবি দিলে তা ভাইরাল হয় নিমেষে।
সম্প্রতি স্পোর্টস ব্রা আর ট্রাউজার্সে মিরর সেলফি পোস্ট করেছেন অন্বেষা। ধারাবাহিকে তাঁকে শাড়ি আর চুরিদারে দেখা মিললেও, এই লুক একেবারে নতুন। চোখ যেন ফেরানো যাচ্ছে না। নো মেকআপ লুক, যতদূর সম্ভব এক্সারসাইজের পরই ছবিটা তুলেছেন অভিনেত্রী।
অন্বেষআর এই ছবিকে খুব ভালোবাসা দিয়েছেন ভক্তরা। তবে কেউ কেউ আপত্তিও তুলেছেন অভিনেত্রীর এরকম খোলামেলা পোশাকের ছবি নিয়ে। তাঁদের দাবি, এরকমভাবে দেখতে ভালো লাগে না তাঁদের ঊর্মিকে। অনেকে তো আবার আনফলো করে দেওয়ার ভয়ও দেখিয়েছেন! আরও পড়ুন: মেয়ে গাড়ি চালালে চড়েন না ‘ঊর্মি’ অন্বেষার বাবা, গোপন কথা ফাঁস দিদি নম্বর ১-এ
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘এই পথ যদি না শেষ হয়’-তে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অন্বেষা। নাম ঊর্মি। গল্পের নায়ক সাত্যকির চরিত্রে রয়েছেন ঋত্বিক মুখার্জি। বড়লোক বাড়ির মেয়ের মধ্যবিত্ত বাড়িতে বিয়ে করে আসা, একান্নবর্তী পরবারকে মাতিয়ে রাখে প্রাণোচ্ছ্বল মেয়েটি। এখনও পর্যন্ত গল্পে পরকীয়া, শাশুড়ি-বউমা কুটকাচালি ঢোকাননি পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার।
ধীরে ধীরে টিআরপি তালিকার সেরা দশে নিজের জায়গা করে নিয়েছে ‘এই পথ যদি না শেষ হয়’। ধারাবাহিকের জনপ্রিয়তার কথা মাথায় রেখে সম্প্রতি এটিকে নিয়ে আসা হয়েছে প্রাইম টাইমে। সরকার বাড়ির যৌথ গল্প দর্শকরা খুব ভালোবাসে।
For all the latest entertainment News Click Here