‘স্পেশাল কিছু করিনি’, ৪০ বছরেও IPL-এ সাফল্যের সিক্রেট ফাঁস অমিত মিশ্রর
বয়স তাঁর ৪০। এখনও ২২ গজে খেলে যাচ্ছেন তিনি। ভারতীয় দল থেকে অবসর নিয়েছেন। বয়সের জন্য গত মরশুমে আইপিএল থেকে সরে দাঁড়ান। কিন্তু এবার ফের আইপিএলের নিলামে অংশ নেন অমিত মিশ্র। মিনি নিলাম থেকে লখনউ সুপার জায়ান্টস তাঁকে তুলে নেয়। ৪০ বছর বয়সে খেলতে নেমে উইকেটও তুলছেন এই সিনিয়র বোলার। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে বড় জয় পেয়েছে লখনউ সুপার জায়ান্টস। আর এই ম্যাচে ৪ ওভার বল করে ২৩ রান দিয়ে ২ উইকেট তুলে নেন অমিত মিশ্র।
আইপিএলের অন্যতম অভিজ্ঞ বোলার অমিত মিশ্র। একমাত্র বোলার যিনি তিনটে হ্যাটট্রিক করেছেন। ২০০৮ সালে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে। ২০১১ সালে ডেকান চার্জার্সের হয়েও খেলার সময় দ্বিতীয় হ্য়াটট্রিক করেন তিনি। তৃতীয় হ্যাটট্রিক করেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ২০১৩ সালে। শুক্রবার ম্যাচে ফের তাঁর সামনে হ্যাটট্রিক করার সুযোগ আসে কিন্তু তা হয়নি। তিনি ওয়াশিংটন সুন্দর এবং ইংল্যান্ডের আদিল রশিদকে পরপর দুটি বলে আউট করেন। এই ম্যাচে যদি হ্যাটট্রিক করতেন, তাহলে ফের রেকর্ড করতে পারতেন এই স্পিনার। কিন্তু তা অল্পের জন্য হয়নি।
শুক্রবার তাঁর সাফল্য সম্পর্কে মিশ্র বলেন, ‘আমি বিশেষ কিছু করিনি। শুধু উইকেটকে ভালোভাবে জানার চেষ্টা করেছি। ব্যাটাররা আমার বোলিংয়ের বিরুদ্ধে কী ধরনের শট খেলবে তা আগাম বুঝে নেওয়ার চেষ্টা করছি এবং কিছুটা সাফল্য পেয়েছি।’ ম্যাচ পরবর্তী সংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘আমি আমার সেরাটা দিয়েছি। এই পারফরম্যান্সটা দলের কাজে লেগেছে, তাই ভালো ভালো লাগছে। পরের ম্যাচের জন্য দলগতভাবে আমরা আত্মবিশ্বাস ফিরে পেয়েছি তার জন্য আমি খুব খুশি।’
হায়দরাবাদের বিরুদ্ধে নিজেদের পরিকল্পনা সম্পর্কে অমিত মিশ্র জানান, তাদের পরিকল্পনা ছিল তাড়াতাড়ি রবি বিষ্ণোইকে বলে নিয়ে আসার। ২২ বছর বয়সী তরুণ বোলার ৭ নম্বর ওভারে বল করতে আসেন এবং ৯ ওভারের মাথায় নিজের প্রথম সাফল্য পান। তিনি আউট করেন হ্যারি ব্রুককে। মিশ্র বলেন, ‘বল যখন নতুন ছিল, পিচে পড়ে দ্রুত ব্যাটারদের দিকে যাচ্ছিল। আমরা প্রথমে রবিকে বলিংয়ে নিয়ে আসি। কারণ ওর বলে গতি রয়েছে। যা খেলতে ব্যাটাররা অনেকটাই কম সময় পায়। আমি একটু দেরিতে বল করতে আসি। কারণ বল যখন পুরনো হয় তখন আমি স্পিন করাতে ভালোবাসি। সেই সময় বল খুব বেশি ঘোরে। তখন আমি গুগলি এবং অন্যান্য বিকল্পগুলো ব্যবহার করতে পারি।’
রবি বিষ্ণোইয়ের প্রশংসা করে অমিত মিশ্র বলেন, ‘বিষ্ণোই সত্যিই ভালো বোলিং করছে এবং আমরা দু’জনেই ভিন্ন ধরনের বোলার। সবচেয়ে ভালো দিক হলো, আমাদের মধ্যে ভালো বোঝাপড়া রয়েছে। সত্যিই অসাধারণ। ও সব সময় আমার থেকে কিছু না কিছু পরামর্শ নেয়। ওর মধ্যে শেখার ইচ্ছাটা প্রবল। আমি ওকে যথা সম্ভব সাহায্য করি।’
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
For all the latest Sports News Click Here