স্নেহালের পর এবার রুবিনা, গাড়ি দুর্ঘটনার কবলে টেলিভিশনের ‘ছোটি বহু’, কেমন আছেন?
সম্প্রতি একের পর এক অভিনেতাদের গাড়ি দুর্ঘটনার খবর সামনে আসছে। সম্প্রতি টেলি অভিনেত্রী স্নেহাল রাইয়ের গাড়ি দুর্ঘটনার খবর মিলেছিল। এবার গাড়ি দুর্ঘটনার কথা জানালেন আরও এক টেলি অভিনেত্রী তথা বিগ বস-১৪ বিজয়ী রুবিনা দিলাইক। রুবিনার ক্ষেত্রেও তাঁর গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। অভিনেত্রীর গাড়ি দুমড়ে-মুচড়ে যায়।
রুবিনা দিলাইকের দুর্ঘটনার খবর জানিয়েছেন তাঁর স্বামী অভিনব শুক্লা। জানিয়েছেন দুর্ঘটনার পর সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিনেত্রীকে। তাঁর মাথায় ও কোমরে আঘাত লেগেছে। কিছু লোকজন ফোনে এতটাই ব্যস্ত থাকেন, যে সিগন্যালও দেখেন না বলে ক্ষোভ উগরে দেন অভিনব। মুম্বই পুলিশকে বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওযার আর্জি জানান। তবে রুবিনা এখন ঠিক আছেন বলে টুইটে লেখেন অভিনব।
আরও পড়ুন-কুড়ুল হাতে একের পর এক খুন, বিধ্বংসী লুকে এ কোন রণবীর কাপুর! ভিডিয়ো দেখে চমকে গেল নেটপাড়া
আরও পড়ুন-পর্নকাণ্ডে নাম জড়িয়েছিল, ইসলাম গ্রহণ করে নিকাহ সারলেন ‘গন্দি বাত’ অভিনেত্রী
আরও পড়ুন-দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, ভয়াবহ দুর্ঘটনার কবলে অভিনেত্রী স্নেহাল রাই
পরে দুর্ঘটনার কথা জানিয়ে রুবিনা দিলাইক টুইটারে লেখেন, ‘আঘাতের কারণে আমার মাথায় ও পিঠের নিচের দিকে আঘাত লেগেছে। তবে মেডিক্যাল পরীক্ষা করার পর দেখি সবকিছু ঠিক আছে, তাই কিছুটা অবাক হয়েছিলাম। বেপরোয়া ট্রাক চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে, তবে কিছু ক্ষতি তো হয়েছেই। আমি আপনাদের সকলকে রাস্তায় সচেতন হওয়ার জন্য অনুরোধ করছি (হাত ভাঁজ করা ইমোজি)। আমাদের নিজেদের নিরাপত্তার জন্যই এই নিয়ম করা হয়েছে!
এদিকে দু’দিন আগেই স্নেহাল রাইয়ের দুর্ঘটনার খবর সামনে এসেছিল। মুম্বই থেকে পুণে যাওয়ার পথে তাঁর গাড়িও ধাক্কা মেরেছিল একটা ট্রাক। তবে স্নেহালের কোনও ক্ষতি হয়নি, ভাগ্যের জোরে আর চালকের বুদ্ধিমত্তার জোরে বেঁচে গিয়েছিলেন তিনি। আবার সম্প্রতি গাড়ি দুর্ঘটনার মৃত্যু হয়েছে দক্ষিণের এক সঞ্চালক ও পরিচালকের।
For all the latest entertainment News Click Here