স্নিগ্ধজিতের পিলে চমকে দিলেন অনু মালিক, গান শুনেই রেগে বেরিয়ে গেলেন স্টেজ থেকে
জি টিভির মিউজিক রিয়েলিটি শো ‘সারেগামাপা ২০২১’ চলছে জোর কদমে। প্রথম থেকেই দর্শকদের নজর কেড়েছে এই শো। উঠতি প্রতিভাবেদর উঠে আসার এই অন্যতম স্টেজ হিসেবে ধরা হয় ‘সারেগামাপা’কে। চলতি সিজনে প্রথম সারিতে রয়েছে যে ক’জন প্রতিযোগীর নাম, তার মধ্যে অন্যতম বাংলার স্নিগ্ধজিৎ ভৌমিক।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যা নিমেষে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে শো-তে অতিথি বিচারক হিসেবে হাজির হয়েছেন অনু মালিক। আর এই বর্ষীয়ান সংগীতশিল্পীর সুর করা একটি গানই পারফর্ম করেন স্নিগ্ধজিৎ। তবে প্রশংসার বদলে অসন্তুষ্ট হতে দেখা যায় অনুকে। এমনকী, স্টেজ ছেড়ে চলও যান। মঞ্চে তখনও দাঁড়িয়ে রয়েছেন বাংলার এই গায়ক। হতবাক হয়ে পড়েন বাকি বিচারক ও প্রতিযোগীরা।
পরে অবশ্য দেখা যায়, একটি রহস্য তৈরি করেছেন অনু মালিক। সিঁড়ি বিয়ে উঠে মঞ্চের উপরে থাকা স্পটলাইট তিনি ফেলেন স্নিগ্ধজিতের উপরে। প্রশংসা করে জানান, ‘আমি নিশ্চিত এরপর ইন্ডাস্ট্রি থেকে তুমি অনেক কাজ পাবে।’
জি টিভির মিউজিক রিয়েলিটি শো ‘সারেগামাপা ২০২১’ চলছে জোর কদমে। প্রথম থেকেই দর্শকদের নজর কেড়েছে এই শো। উঠতি প্রতিভাবেদর উঠে আসার এই অন্যতম স্টেজ হিসেবে ধরা হয় ‘সারেগামাপা’কে। চলতি সিজনে প্রথম সারিতে রয়েছে যে ক’জন প্রতিযোগীর নাম, তার মধ্যে অন্যতম বাংলার স্নিগ্ধজিৎ ভৌমিক।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যা নিমেষে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে শো-তে অতিথি বিচারক হিসেবে হাজির হয়েছেন অনু মালিক। আর এই বর্ষীয়ান সংগীতশিল্পীর সুর করা একটি গানই পারফর্ম করেন স্নিগ্ধজিৎ। তবে প্রশংসার বদলে অসন্তুষ্ট হতে দেখা যায় অনুকে। এমনকী, স্টেজ ছেড়ে চলও যান। মঞ্চে তখনও দাঁড়িয়ে রয়েছেন বাংলার এই গায়ক। হতবাক হয়ে পড়েন বাকি বিচারক ও প্রতিযোগীরা।
পরে অবশ্য দেখা যায়, একটি রহস্য তৈরি করেছেন অনু মালিক। সিঁড়ি বিয়ে উঠে মঞ্চের উপরে থাকা স্পটলাইট তিনি ফেলেন স্নিগ্ধজিতের উপরে। প্রশংসা করে জানান, ‘আমি নিশ্চিত এরপর ইন্ডাস্ট্রি থেকে তুমি অনেক কাজ পাবে।’|#+|
প্রথম থেকেই নিজের গায়কী দিয়ে দর্শকমনে জায়গা করে নিয়েছেন স্নিগ্ধজিৎ ভৌমিক। এর আগেও বাংলা সারেগামাপা-তে ধামাকা করেছিলেন তিনি। তবে একটুর জন্য মিস হয় ট্রফি। দ্বিতীয় স্থানে আসে তাঁর নাম। দর্শকদের আসা এবার হয়তো ট্রফি জিতেই যাবেন তিনি।
চলতি সিজনে এই রিয়েলিটি শোতে জায়গা করে নিয়েছিলেন বাংলার একগুচ্ছ প্রতিভা। তবে সকলকে অবাক করে দিয়ে জানুয়ারিতে এলিমিনেট হয়ে গিয়েছেন দ্বৈপায়ন বন্দ্যোপাধ্যায়। আপাতত টিকে আছেন স্নিগ্ধজিৎ, অনন্যা চক্রবর্তী, নীলাঞ্জনা রায়।
For all the latest entertainment News Click Here