স্ত্রী আলিয়া, পরিচারিকার পর ভাই, একের পর এক অভিযোগে মুখ খুললেন নওয়াজউদ্দিন
বিতর্ক যেন থামছেই না। ঘরে বাইরে সর্বত্রই সেই একই প্রশ্নের মুখে পড়ছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। ‘প্রাক্তন’ স্ত্রী আলিয়া সিদ্দিকির সঙ্গে আইনি ঝামেলা,পরিচারিকার সঙ্গে প্রতারণার অভিযোগের পর নওয়াজের কাছে নতুন ঝামেলা এখন তাঁর নিজের ভাই শামস নবাব সিদ্দিকি। তবে যে যাই বলুন না কেন, নওয়াজ আপাতত চুপ। তাঁর নিজের বক্তব্য তিনি শুধু আইনজীবীর মাধ্যমে আদালতের কাছে তুলে ধরছেন।
তবে লাগাতার প্রশ্নের মুখে অবশেষে নিজের বক্তব্য রেখেই ফেললেন নওয়াজ। এক সাংবাদিক অভিনেতাকে সামনে পেয়ে প্রশ্ন করে বসেন, ‘সম্প্রতি দুটো ভিডিয়ো ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়। একটা আপনার স্ত্রী আলিয়া পোস্ট করেছিলেন, আর দ্বিতীয়টা ছিল আপনার পরিচারিকা স্বপ্না। আপনি কি কিছু বলতে চাইবেন?’ এমন ব্যক্তিগত প্রশ্নে নওয়াজ অবশ্য কিছুটা বিরক্তই হয়েছিলেন, সেটা তাঁর অভিব্যক্তিতেই স্পষ্ট। তবে নিজেকে সামলে নিয়ে অভিনেতা বলেন, ‘খোলাখুলি জানাচ্ছি, এইসব বিষয়ে আমি কোনও কথা বলতে চাই না। তবে হ্যাঁ, এসব কারণে আমার সন্তানদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। আমার দুই সন্তান দুবাইতে পড়াশোনা করে, আর গত ১ মাস ধরে ওরা এখানে রয়েছে। তাতে ওদের পড়াশোনায় ক্ষতি হচ্ছে। আমার একটাই আবেদন, আমার বাচ্চারা যেন স্কুলে যেতে পারে। এর বেশি কিছু বলব না।’
এই মুহূর্তে নওয়াজের পারিবারিক জীবন বিপর্যস্ত। নওয়াজের স্ত্রী আলিয়ার গার্হস্থ্য় হিংসার অভিযোগ এনেছেন। আদালতে আলিয়ার অভিযোগ ছিল, বাড়িতে তাঁকে আটকে রাখা হত, খেতে দেওয়া হত না, এমনকি বাথরুমেও যেতে দেওয়া হত না। শুধু তাঁর অভিনেতা স্বামীই নন নওয়াজের গোটা পরিবারই তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, অত্যাচার করেছেন। এদিকে নওয়াজের মা আলিয়ার দ্বিতীয় সন্তানকে অবৈধ বলায় আদালতে ডিএনএ পরীক্ষার দাবি তুলেছেন আলিয়া। এসব ঝামেলার মাঝে সম্প্রতি দুবাইতে নওয়াজের বাড়ির পরিচারিকা স্বপ্না অভিনেতার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনেন। যদিও তারপরেই ১৮০ ডিগ্রি পালটি খেয়ে স্বপ্না ক্ষমা চেয়ে নেন। বলেন চাপে পড়ে তিনি একথা বলেছিলেন, নওয়াজকে ফাঁসানো হচ্ছে মিথ্যে মামলায়।
সেসব না হয় গেল, এরই মধ্যে পরিচারিকার ক্ষমা চাওয়ার পর বুধবার খোদ অভিনেতার ভাই শামস নবাব সিদ্দিকি লেখেন, ‘পুরোটাই সাজানো, হাসি মুখ, সঙ্গে হাসির ইমোজি। আর কতজনকে কিনবে তুমি? ব্যাঙ্ক ব্যালেন্স না শেষ হয়ে যায়। আপনার তো কাজের জায়গাতেও গোলমাল হয়ে আছে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে ১৫০ কোটি টাকা আটকে। মধ্যস্থতাকারীরাই এঁকে নরকে নিয়ে যাবে।’ তবে পারিবারিক সমস্যা নিয়ে নওয়াজ মুখ না খুললেও এটা স্পষ্ট তিনি দুশ্চিন্তার মধ্যে রয়েছেন।
For all the latest entertainment News Click Here