স্ত্রী আলিয়ার অভিযোগের ভিত্তিতে নওয়াজউদ্দিনকে নোটিশ পাঠাল আদালত
বউ আলিয়া সিদ্দিকির কারণে আইনি ঝামেলায় জড়িয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। আর আপাতত খবর মিলছে, মুম্বই-এর আন্ধেরি আদালত গ্যাংস অফ ওয়াসেপুর অভিনেতাকে নোটিস জারি করেছে তাঁর স্ত্রী-র দায়ের করা অভিযোগের ভিত্তিতে। আলিয়া অভিযোগ এনেছেন নওয়াজউদ্দিন ও তাঁর পরিবারের পক্ষ থেকে তাঁকে খাবার, বিছানা এবং বাথরুমও ব্যবহার করতে দিচ্ছে না।
আলিয়ার আইনজীবী টাইমস নাও নবভারতকে জানিয়েছেন, নওয়াজউদ্দিন এবং তাঁর পরিবার তাঁর মক্কেলকে খাবার দেয়নি। তিনি আরও অভিযোগ করেন যে আলিয়া বাড়ির একটি বাথরুমে ৭ দিনে মাত্র দু’বার স্নান করেছিলেন। তাঁর কাছে গতকালের একটি ভিডিয়ো রয়েছে, যেখানে একজনকে দেখা যাচ্ছে নওয়াজের দেহরক্ষীরা তাঁকে স্নান করতে দিচ্ছে না।
তিনি জানিয়েছেন, এই প্রমাণ তাঁরা আদালতে উপস্থাপন করবেন। প্রসঙ্গত, ২০০৯ সালে গাঁটছড়া বাঁধেন আলিয়া-নওয়াজ। তাদের দুটি সন্তান, একটি মেয়ে, শোরা এবং একটি ছেলে ইয়ানি। ২০২০ সালে বিবাহবিচ্ছেদের মামলা করেন অঞ্জনা পান্ডে, নিজেকে ইসলামে রূপান্তরিত করেছিলেন বিয়ের আগে। মাঝে শোনা যায় নিজেদের দাম্পত্য সমস্যা মিটিয়ে নিয়েছেন। যদিও শেষমেশ ফের ডিভোর্সের পথে হাঁটারই সিদ্ধান্ত নেন তাঁরা। আরও পড়ুন: জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে বিয়ে সিড-কিয়ারার! আপনিও কাটাতে পারেন রাত, খরচ কত?
২০২০ সালে নওয়াজের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ এনেছিলেন আলিয়া। নওয়াজকে ‘বিশ্বাসঘাতক’ তকমা দিয়ে অভিনেতার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনেছিলেন আলিয়া। পিঙ্কভিলাকে দেওয়া সাক্ষাত্কারে নওয়াজ পত্নী বলেছিলেন, তিনি যখন নওয়াজের প্রথম সন্তানের মা হতে চলেছিলেন তখন অন্য মহিলাদের সঙ্গে ব্যস্ত থাকতেন তাঁর স্বামী।
নওয়াজ-পত্নী আলিয়ার আনা মামলায় নাম জড়িয়েছে শাশুড়িরও। আপাতত সমস্যা চলছে সম্পত্তি নিয়ে। নওয়াজের বাড়িতে বা বাড়ির সবকিছু ব্যবহার করতেও দেওয়া হচ্ছে না আলিয়াকে। এই নিয়ে থানায় একটা এফআইআর-ও দায়ের করা হয় নওয়াজের পরিবারের পক্ষ থেকে। আলিয়া এরপর ইনস্টাগ্রামে তাঁর বিরুদ্ধে দায়ের মামলার প্রতিলিপ পোস্ট করে লেখেন, ‘আশ্চর্যজনক ঘটনা…. আমার স্বামীর বিরুদ্ধে আমার দায়ের করা ফৌজদারী মামলা, যেখানে সব অভিযোগ সত্য ছিল তাকে পুলিশ পাত্তা দিল না। কিন্তু আমি নিজের স্বামীর বাড়িতে প্রবেশ করলাম, আর আমার নামে পুলিশে অভিযোগ দায়ের হয়ে গেল কয়েক ঘন্টার মধ্যে, আমি কি কোনওদিন সুবিচার পাব?’
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here