স্তন ঢাকতে জ্যুসের গ্লাস আর খাবারের প্লেট, উরফির এবারের সাজ আরও ধামাকেদার
উরফি জাভেদকে নিয়ে বিতর্ক থামার নাম নেয় না! যত দিন যাচ্ছে ততই যেন ‘লাগামছাড়া’ মেজাজে সামনে আসছেন এই ইন্টারনেট সেনসশন। তবে মঙ্গলবার এমন ভিডিয়ো দিলেন যা অনেকেই বাড়িতে চালিয়ে দেখতে গেলে ঘাবড়ে যাবেন।
উর্দ্ধাঙ্গ সম্পূর্ণ অনাবৃত, দুই স্তন ঢাকতে ব্যবহার করেছেন জ্যুসের গ্লাস আর প্যান কেকের প্লেট। নিম্নাঙ্গে পরে আছেন কালো রঙের স্কিন টাইট স্কার্ট। নিমেষে ভাইরাল এই ভিডিয়ো। যতটা না প্রশংসা পেয়েছেন, তার থেকে বেশি গালিই জুটেছে।
নেট-নাগরিকদের একজন কমেন্ট করেছেন, ‘খাবার দিয়েও কেউ যে এরকম করতে পারে তা এটা না দেখলে বিশ্বাস করতাম না। জঘন্য।’ দ্বিতীয়জন লিখলেন, ‘এই মেয়েটার উপরে কোনও একটা কড়া পদক্ষেপ নেওয়া উচিত। সমাজকে বিষাক্ত করে তুলছে।’ তৃতীয় জন লিখলেন, ‘বিনা কাপড়েই ঘুরতে পারো তো এর থেকে। এসব লাগিয়ে কী হবে, কিছু না পরাটাকেই ফ্যাশন বানিয়ে নাও না।’
দিনকয়েক আগেই ভারতের হকি প্লেয়ারের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন উরফি। আসলে মাঝে খবর রটে গিয়েছিল, পোশাকের কারণে দুবাইতে আটক করা হয়েছে তাঁকে। আর সেরকমই এক সোশ্যাল পোস্টে বাল্মীকি কমেন্ট করেছিলেন, ‘ধন্যবাদ দুবাই পুলিশ। এবার ওখানেই রেখে দিন সারাজীবন।’ জবাবে নিজের ইনস্টা-স্টোরিতে লম্বা পোস্ট করেন উরফি। লেখেন, ‘ওহহ, কিন্তু আমার কাছে তো স্ক্রিনশট রাখা আছে যা তুমি আমাকে এবং আরও ৯৯৯৯টা মেয়েকে পাঠিয়েছ।’ আরেক কমেন্টে লিখলেন, ‘আমার পোশাক নিয়ে এত সমস্যা, তাও আমাকে ডিএম করো’
এর আগে উরফির সঙ্গে ঝামেলা লেগেছিল বিখ্যাত লেখক চেতন ভগতের। চেতন এক অনুষ্ঠানে গিয়ে বলেছিলেন, ‘উরফি জাভেদের ছবিতে কোটি কোটি লাইক রয়েছে। সীমান্তে দাঁড়িয়ে দেশরক্ষা করছেন দেশের একজন সৈনিক। তাঁর ছবিতে লাইক নেই। একজন যুবক বিছানায় ঢুকে উরফি জাভেদের ছবি দেখছে।’ এর জবাব উরফি চেতনকে টার্গেট করে লেখেন, ‘বন্ধুরা, ভুলে যাবেন না, ‘মিটু’ কাণ্ড চলাকালীন কত মহিলা এর নামে অভিযোগ করেছিলেন। ধর্ষণ সংস্কৃতি প্রচার করা বন্ধ করুন, আপনি অসুস্থ। পুরুষদের আচরণের জন্য মহিলাদের পোশাককে দায়ী করা ব্যক্তি চেতন ভগত।’
For all the latest entertainment News Click Here