স্তনে হাত দিয়েছিল ব্রিজভূষণ? মহিলা কুস্তিগিরদের থেকে অডিয়ো, ভিডিয়ো চাইল পুলিশ
বিগত মাস ধরেই ব্রিজভূষণকে নিয়ে চর্চা হচ্ছে চারিদিকে। অভিযোগ উঠেছে তিনি নাকি দুই মহিলা কুস্তিগিরকে যৌন হেনস্তা ও অন্যায় ভাবে স্তন স্পর্শ করেছেন। এখন দুই মহিলা কুস্তিগিরকে সেই অভিযোগেরই প্রমাণ দিতে নির্দেশ দিল্লি পুলিশ। ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত খবর অনুযায়ী ভারতীয় ওয়েস্টলিং ফেডারেশনের সভাপতি বিজ্র ভূষণ তাদের যে অন্যায় ভাবে আলিঙ্গন করেছে তাঁর স্বপক্ষে ছবি বা ভিডিয়ো পুলিশকে দেখাতে হবে। যেটা দেখে প্রমাণিত হতে পারে ব্রিজভূষণ অন্যায় করেছেন।
গত ২১ এপ্রিল দুই মহিলা কুস্তিগির দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন বিজ্রভূষণের নামে। তাদের সাথে যৌন হয়রানি, স্তনে হাত দেওয়া এবং খারাপ আচরণ করা হয়। এই ঘটনা ঘটে ওয়ার্ম আপ ম্যাচে এবং নয়া দিল্লির ডব্লুএফআই অফিসের মধ্যে। দুই মহিলা কুস্তিগিরের কথায় উঠে এসেছে একাধিক ঘটনা।
দিল্লির একজন সিনিয়র পুলিশ কর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, ৯১ নং ধারা অনুযায়ী ৫ জুন মহিলা কুস্তিগিরদের একটি নোটিশ পাঠানো হয়। এবং তাদের কাছে একদিন সময় দেওয়া হয় সব প্রমাণ পেশ করার জন্য। কিন্তু একজন মহিলা কুস্তিগির দাবি করেন তাঁর কাছে ব্রীজভূষণের নামে যে প্রমাণ ছিল তা ইতিমধ্যেই তারা পেশ করেছেন। তবে পুলিশ এখন সেই প্রমাণের বিবরণ দিতে বলেছে। সেই অভিযুক্ত ঘটনার দিন এবং সময়, এই সব তথ্য পেশ করতে বলেছে।
এছাড়াও পুলিশ একজন কুস্তিগির ও তাঁর আত্মীয়কে আলাদা ভাবে নোটিশ পাঠান। যারা অভিযোগ করেছিল ব্রিজভূষণের নামে থানায় অভিযোগ দায়ের পর তাদের কাছে হুমকির ফোন আসে। এখন সেই ফোন কলেরই রেকর্ডিং বা অডিও চাইছে পুলিশ। এই নোটিশ পাঠিয়েছেন কনট প্লেস থানার নিযুক্ত তদন্তকারী কর্তা।
অভিযোগকারী মহিলা কুস্তিগিররা শনিবার থানায় অভিযোগ জানিয়েছেন, তাদেরকে নাকি মত বদলাতে বাধ্য করা হচ্ছে। আর এজন্য তাদেরকে চাপেও রাখা হচ্ছে। তবে কুস্তিগিরদের দাবি ১৫ জুনের মধ্যে যদি ব্রিজভূষণের কঠোর ব্যবস্থা না নেওয়া হয় তাহলে ফের তারা প্রতিবাদ শুরু করবেন। কারণ প্রশাসনের তরফ থেকে আশ্বস্ত করা হয়েছিল ১৫ জুনের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। এই কারণেই তারা কিছুদিনের জন্য প্রতিবাদ বন্ধ রাখেন। প্রতিবাদকারী কুস্তিগিরদের মধ্যে অলিম্পিক পদকজয়ী সাক্ষী মালিক অভিযোগ করেন, ভুক্তভোগীদের সমস্যায় ফেলার জন্য এইসব করা হচ্ছে।
For all the latest Sports News Click Here