স্ট্রাইক রোটেট করতে পারছে না দল- T20 WC -এর সেমিফাইনালে উঠেও চিন্তায় হরমনপ্রীত
ভারতীয় মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কউর স্বীকার করেছেন যে ভারতীয় দল সে ভাবে স্ট্রাইক রোটেট করতে পারছে না। ভারতের ক্যাপ্টেন মতে এটা দলের অক্ষমতা একটি ‘উদ্বেগজনক’ লক্ষণ। হরমনপ্রীত কউর বলেন, মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের আগে ডট বল খেলার দীর্ঘদিনের সমস্যা কীভাবে সমাধান করা যায় তা নিয়ে আলোচনা করছে দল। ভারত সোমবার ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি ব্যবহার করে আয়ারল্যান্ডকে পাঁচ রানে হারিয়ে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।
স্ট্রাইক রোটেটিং অবশ্য ভারতীয় দলের জন্য একটা বড় সমস্যা থেকে গিয়েছে। ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের সময় এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজে দলটি স্ট্রাইক রোটেটিং নিয়ে সমস্যায় পড়েছিল। চলতি টুর্নামেন্টে, ভারত তাদের গ্রুপ 2 ম্যাচে ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে যথাক্রমে ৫১ এবং ৪১টি ডট বল খেলেছিল।
আরও পড়ুন… BCCI পেল নতুন কিট স্পনসর! জুনের পর থেকে রোহিতদের জার্সিতে থাকবে অ্যাডিডাসের লোগো
আয়ারল্যান্ডের ম্যাচের পর হরমনপ্রীত কউর বলেছিলেন, ‘ডট বল খেলার সমস্যা আমাদের বিরক্ত করছে।’ তিনি বলেছিলেন, ‘আমরা পরের ম্যাচে এই ক্ষেত্রে উন্নতি করতে চাই। ইংল্যান্ডের বিরুদ্ধে আমরা অনেক ডট বল খেলেছি। আমরা ইতিমধ্যেই টিম মিটিংয়ে এই সমস্যা নিয়ে আলোচনা করছি৷ কিন্তু কখনও কখনও যখন অন্য দল খুব ভালো বোলিং করে, তখন এই উইকেটগুলিতে ১৫০ একটি প্রতিযোগিতামূলক স্কোর হয়।’
আয়ারল্যান্ডের বিরুদ্ধে রান রেট বাড়াতে ব্যর্থ হয়েছিল ভারতীয় ব্যাটসম্যানরা। ভারত প্রতি ওভারে সাত রানেরও কম রান করছিল কিন্তু চারবার জীবন পাওয়া স্মৃতি মান্ধনা তাঁর ইনিংসের দ্বিতীয় লেগে কিছু আকর্ষণীয় শট খেলে রান রেট বাড়িয়ে ছিলেন। হরমনপ্রীত কউর বলেছেন, ‘দুই দলই বিশ্বকাপের ম্যাচে সবসময় চাপে থাকে। আমি মনে করি আপনি যদি এই ম্যাচে ১৫০ রান করেন তবে ম্যাচের ফল আপনার পক্ষেই থাকবে।’
আরও পড়ুন… নিজে এত কম বল কেন করল কামিন্স, দিল্লি টেস্ট নিয়ে প্রশ্ন বর্ডারের
নিজের ১৫০তম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে খেলতে নেমে হরমনপ্রীত তিন নম্বরে ব্যাট করেছিলেন কিন্তু তিনি দ্রুত গতিতে রান করতে ব্যর্থ হন এবং শেষ পর্যন্ত আউট হয়ে যান। ১৩ রান করে আউট হন হরমনপ্রীত কউর। সেমিফাইনালে ভারত মুখোমুখি হবে পাঁচবারের বিজয়ী এবং শিরোপার দাবীদার অস্ট্রেলিয়ার। হরমনপ্রীত বলেছেন, ‘শেষ পর্যন্ত যদি আপনি জেতেন, আপনি সন্তুষ্ট বোধ করেন তবে আমি মনে করি কিছু ক্ষেত্রে আপনার নজর দেওয়ার দরকার রয়েছে। বিশেষ করে ব্যাটিং, আমাদের এই বিষয়টা নিয়ে বসতে হবে এবং পরের ম্যাচে আমরা কীভাবে খেলতে চাই তা নিয়ে কথা বলতে হবে।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here