স্ট্রাইক-রেট নিয়ে সমালোচনা করেছিলেন হর্ষ, পালটা দিলেন ধাওয়ান, ‘এবার খুশি তো?’
গত বুধবার গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শিখর ধাওয়ান ৫৬ বলে ৮৬ রানের অপরাজিত ইনিংস খেললেও পঞ্জাব অধিনায়কের ভূমিকায় খুশি হতে পারেননি হর্ষ ভোগলে। তিনি ম্যাচের শেষে সোশ্যাল মিডিয়ায় ধাওয়ানের স্ট্রাইক-রেট নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর দাবি ছিল, ব্যাটিং পিচে ধাওয়ানের মতো ব্যাটসম্যানের দুর্গ আগলে রাখার বদলে ব্যাট হাতে নায়কের ভূমিকা নেওয়া উচিত ছিল।
যদিও রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ জিতে মাঠ ছাড়ে পঞ্জাব। ঠিক চার দিনের মাথায় পঞ্জাব তাদের পরবর্তী ম্যাচ খেলতে নামে হায়দরাবাদের বিরুদ্ধে। এবারও দুর্গ আগলে দলকে একার কাঁধে সম্মনজনক স্কোরে পৌঁছে দেন ধাওয়ান। উল্লেখযোগ্য বিষয় হল, উপ্পলে পঞ্জাব একতরফাভাবে ম্যাচ হারলেও ধাওয়ানের ইনিংসের প্রশংসা না করে পারলেন না হর্ষ। যদিও তাঁকে টিপ্পনিও শুনতে হয় ধাওয়ানের কাছ থেকে।
রবিবার হায়দারাবাদের বিরুদ্ধে ১২টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৬৬ বলে ৯৯ রানের অধিনায়কোচিত ইনিংস খেলে অপরাজিত থাকেন ধাওয়ান। পঞ্জাবের বাকি ব্যাটসম্যানরা কেউ ক্রিজে থিতু হতেই পারেননি। একসময় তারা ১০০ রানের গণ্ডিও টপকাবে কিনা সে বিষয়ে সংশয় দেখা দিয়েছিল। তবে ধাওয়ানের জন্যই পঞ্জাব ৯ উইকেটে ১৪৩ রানে পৌঁছতে সক্ষম হয়।
পঞ্জাব ম্যাচ হারলেও দুর্দান্ত ইনিংসের সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন শিখর ধাওয়ান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হর্ষ ভোগলে স্বাভাবিকভাবেই প্রশংসা করেন ধাওয়ানের অসাধারণ ইনিংসের। শিখর কথার ছলে তাঁকে শুনিয়ে দেন যে, ‘আশা করি এবার আমার স্ট্রাইক-রেট তোমাকে খুশি করবে।’
নিজের সমালোচনা গিলে নেওয়া ছাড়া উপায় ছিল না হর্ষর পক্ষে। তিনি প্রত্যুত্তরে বলেন, ‘নিশ্চই খুশি হয়েছি তোমার ব্যাটিংয়ে।’
For all the latest Sports News Click Here