স্টেডিয়ামে ২৫ শতাংশ দর্শকের প্রবেশাধিকারের অনুমতির সম্ভাবনা মহারাষ্ট্রের
শুভব্রত মুখার্জি: ২৭ ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার অনুষ্ঠিত ক্রিকেট ম্যাচে হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে করোনা আবহে ১০০০০ দর্শককে মাঠে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল ধর্মশালার ক্রিকেট মাঠে। বিষয়টিতে কার্যত অনুপ্রাণিত হয়ে মাঠে দর্শকদের প্রবেশের অনুমতি দেওয়ার ধারাকে অব্যাহত রাখতে চায় বিসিসিআই। তবে মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত যে তাদের প্রথম টেস্ট খেলতে চলেছে তাতে থাকছে না দর্শক প্রবেশের কোনও অনুমতি। উল্লেখ জনকভাবে এই টেস্ট বিরাট কোহলির ক্যারিয়ারের আবার শততম টেস্ট। অর্থাৎ বিরাটের ক্যারিয়ারের এই স্পেশাল মূহুর্তের সাক্ষী থাকতে আপনাকে চোখ রাখতে হবে টিভির পর্দায়। অন্যদিকে দ্বিতীয় টেস্টে বেঙ্গালুরুতে অবশ্য ৫০ শতাংশ দর্শককে মাঠে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এমন আবহে দাঁড়িয়ে আসন্ন আইপিএলে ও ২৫ শতাংশ দর্শককে মাঠে প্রবেশের অনুমতি দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে মহারাষ্ট্রে।
প্রসঙ্গত, ২০২২ সালের আইপিএলের গোটাটাই কার্যত আয়োজন করা হবে মুম্বই এবং পুণেতে। আয়োজনের দায়িত্বে থাকবে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন। মহারাষ্ট্রের মন্ত্রী আদিত্য ঠাকরের সঙ্গে এই বিষয়ে দুই অ্যাসোসিয়েশনের কর্তাদের কথা হয়েছে। মন্ত্রীর তরফে সবরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। দুই পক্ষ মাঠে ২৫ শতাংশ দর্শক প্রবেশের বিষয়ে সম্মতি জানিয়েছে। উল্লেখ্য, এবারের আইপিএলের ম্যাচগুলোর মধ্যে মুম্বই ৫৫ টি এবং পুণেতে ১৫ টি ম্যাচের আয়োজন করা হবে।
২০২০ সালের ১২ ই মার্চ ধর্মশালাতে অনুষ্ঠিত ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ার পর থেকেই করোনা আবহে ভারতীয় ক্রিকেট নানা চড়াই-উৎরাইয়ের মধ্যে দিয়ে গেছে। দু’বার আইপিএল হয় পুরোটা না হয় কিছুটা অংশ আয়োজন করতে হয়েছে আমীরশাহিতে। এই জায়গায় দাঁড়িয়ে ফের ভারতীয় ক্রিকেটে মাঠে দর্শক ফেরার যে প্রক্রিয়া শুরু হয়েছে তা নিঃসন্দেহে আশার আলো দেখাবে।
For all the latest Sports News Click Here