স্টেডিয়ামে ছাদ থাকলে ভালো হত- বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ায় চূড়ান্ত বিরক্ত শুভমন
ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে টি-টোয়েন্টি সিরিজের দু’টি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। যার মধ্যে শেষেরটি ডাকওয়ার্থ লুইসের নিয়মে ড্র হয়ে যায়। তবে ওয়েলিংটনে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি একেবারেই বাতিল হয়ে যায়। ম্যাচে একটি বলও খেলা হয়নি। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি শুধুমাত্র হয়েছিল। আর সেই ম্যাচটি ভারত জেতায় সিরিজও ১-০ পকেটে পুড়ে ফেলেন হার্দিক পান্ডিয়ারা।
ওডিআই-এর ক্ষেত্রে আবার প্রথমটি নির্বিঘ্নে হয়। যে ম্যাচটি নিউজিল্যান্ড জেতে। কিন্তু রবিবার হ্যামিল্টনে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি বৃষ্টির জন্য ভেসে যায়। বৃষ্টি-বিঘ্নিত ম্যাচের কারণে একদিকে যেমন হতাশ হয়েছেন প্লেয়াররা, তেমনই যাঁরা টিকিট কেটে খেলা দেখতে আসেন, তাঁরাও রীতিমতো হতাশ হয়েছেন।
আরও পড়ুন: ভালো খেলেও সঞ্জু স্যামসন কেন বাদ, সাফাই দিলেন ধাওয়ান
টি-টোয়েন্টি বিশ্বকাপেও বেশ কিছু ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। যে কারণে শুভমন গিল মনে করেন, ক্রিকেট স্টেডিয়ামগুলির যদি ছাদ থাকে, তবে আর কোনও সমস্যা হবে না। শুভমন গিল, যিনি প্রথম ম্যাচে ৫০ রান করেছিলেন, তিনি দ্বিতীয় ম্যাচে অপরাজিত ৪৫ রান করেন। কিন্তু এর পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। স্বাভাবিক ভাবেই হতাশ হয়ে পড়েন শুভমন।
দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি মাত্র ১২.৫ ওভার হওয়ার পর ভেস্তে গেলে হতাশ শুভমন বলছিলেন, ‘এটি একটি সিদ্ধান্ত (ইনডোর স্টেডিয়ামে খেলা) বোর্ডের দ্বারা নেওয়া। একজন খেলোয়াড় এবং ভক্ত হিসেবে বলতে পারি, বৃষ্টির কারণে এত ম্যাচ পরিত্যক্ত হতে দেখাটাও বিরক্তিকর। কিন্তু আমি এর পক্ষে কী অবস্থান নিতে পারি, এটা বলা কঠিন। তবে অবশ্যই ছাদযুক্ত (স্টেডিয়াম) হলে ভালো হবে।’ শুভমন আরও যোগ করেছেন, ‘এটা খুবই হতাশাজনক। আপনি জানেন না, কত ওভার খেলতে হবে, তাই আপনি আপনার ইনিংস পরিকল্পনা করতে পারবেন না।’
আরও পড়ুন: ICC Super League Points Table: ভারতের সঙ্গে পয়েন্ট ভাগ করে তিনে উঠল নিউজিল্যান্ড
ভারতের ওডিআই ব্যাটিং কাঠামোতে পরিবর্তনের ভাবনা চলছে। তবে পঞ্জাবের এই তরুণ খেলোয়াড় বিশ্বাস করেন যে, প্রতিদিন ৪০০ বা ৪৫০ রান করা সম্ভব নয়। তিনি বলেন, ‘আপনার পক্ষে ৪০০ প্লাস স্কোর করা প্রতি ম্যাচে সম্ভব নয়। ৪০০ থেকে ৪৫০-এর মতো টোটাল বছরে এক বা দু’টি খেলায় হতে পারে। কমবেশি ৩০০ প্লাসের মধ্যে রান হতে পারে। এ ছাড়াও, এটি পরিস্থিতির উপর নির্ভর করে, আপনি প্রথমে ব্যাট করছেন, নাকি লক্ষ্য তাড়া করছেন। কিন্তু প্রতি ম্যাচে ৪০০-এর বেশি স্কোর করা যাবে না।’
আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৫ জনের দলে জায়গা পাওয়ার জন্য শুভমন গিল একজন বড় দাবিদার। তিনি বলেছেন, ‘আমি বিশ্বকাপ নিয়ে ভাবছি না। এবং আমার লক্ষ্য হল, আমি যে সুযোগগুলি পাচ্ছি, তার সর্বোচ্চ ব্যবহার করা। আমি চেষ্টা করছি, দলের জন্য বড় রান করার।’
For all the latest Sports News Click Here