স্কোর ২৮/২, অথচ দিনের প্রথম ৭ বলে ৩ বার ‘রিভার্স স্কুপ’ রুটের! লজ্জা পাবেন পন্তও
এটা সত্যিই জো রুট? নাকি রুটের মুখোশ পরে অন্য কেউ এজবাস্টনে ব্যাটিং করছেন? সোমবার রুটের প্রথম সাতটি বলের হাইলাইটস দেখলে সেই প্রশ্নটা যে কারও মনে আসতে বাধ্য। কারণ অ্যাশেজের প্রথম টেস্টের চতুর্থ দিনে প্রথম যে সাতটি বলের মুখোমুখি হন রুট, তার মধ্যে তিনটিতে ‘রিভার্স স্কুপ’ বা ‘রিভার্স র্যাম্প’ শট মারেন। তাও সেইসময় ইংল্যান্ডের স্কোর ছিল দুই উইকেটে ২৮ রান। প্রথমবার কোনও রান না পেলেও পরের দুটি বলে ১০ রান করেন ইংল্যান্ডের টেস্ট দলের প্রাক্তন অধিনায়ক রুট। যিনি বরাবর টেস্টে ‘কপিবুক’ ক্রিকেট বা ধ্রুপদী ক্রিকেট খেলে এসেছেন। আর ‘ব্যাজবল’ জমানায় সেই রুটকে শুরু থেকেই এরকমভাবে খেলতে দেখে হতবাক হয়ে গিয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিনের পর সোমবার যখন এজবাস্টনে রুটরা ব্যাট করতে নামেন, তখন ইংল্যান্ড বেশ চাপেই ছিল। দুই উইকেটের ইংল্যান্ডের স্কোর ছিল ২৮ রান। সেই অবস্থায় অন্য কোনও দল ব্যাট করতে নামলে প্রথম কয়েকটি বল ধরে খেলার চেষ্টা করত। পিচ কেমন আচরণ করছে, বল সুইং হচ্ছে কিনা, তা বুঝে নেওয়ার চেষ্টা করতেন ব্যাটাররা। কিন্তু এই ‘নয়া’ রুট সেইসবের ধার ধারেননি।
আরও পড়ুন: ENG vs AUS: পন্টিংরা তো এরকম করত, পালটা গালিগালাজ খেতেই হজম হচ্ছে না, অজিদের শাসানি রবিনসনের
বরং দিনের প্রথম বলেই রিভার্স স্কুপ মারার চেষ্টা করেন রুট। যিনি বর্তমানে ইংল্যান্ডের দলের ধ্রুপদী টেস্ট ব্যাটারদের তালিকার শীর্ষে আছেন। তাঁর ধারেকাছেও কেউ নেই। অথচ সেই তিনিই কিনা প্যাট কামিন্সকে দিনের প্রথম বলে রিভার্স স্কুপ মারার চেষ্টা করেন। তবে সেক্ষেত্রে বলটা ব্যাটে লাগেনি। অফস্টাম্পের কয়েক ইঞ্চি উপর দিয়ে বেরিয়ে যায় অস্ট্রেলিয়ার অধিনায়কের বলটা।
তাতে অবশ্য হাল ছাড়েননি রুট। পরের ওভারেই স্কট বোল্যান্ডের বিরুদ্ধে নিজের ‘মিশন’ পূরণ করেন। বোল্যান্ডের তৃতীয় বলে ‘রিভার্স র্যাম্প’-এ অস্ট্রেলিয়ার উইকেটকিপার অ্যালেক্স ক্যারির মাথার উপর দিয়ে ছক্কা মারেন। তবে সেবার পুরোপুরি ব্যাটে-বলে সংযোগ হয়নি। তাই সম্ভবত নিজেকে থামাতে পারছিলেন না রুট। সম্ভবত একেবারে নিখুঁত টাইমিংয়ের বাসনায় পরের বলেও রিভার্স স্কুপ করেন। তা স্লিপের উপর দিয়ে বাউন্ডারিতে চলে যায়।
আরও পড়ুন: ENG vs AUS: উইকেটের পিছনে নয়, সামনেই ৬ ‘স্লিপ’ ফিল্ডার, স্টোকসের উদ্ভট ফিল্ডিংয়ে আউট খোয়াজা- ভিডিয়ো
আর রুটের সেই কীর্তি দেখে হতবাক হয়ে গিয়েছে নেটপাড়া। বিখ্যাত ধারাভাষ্যকার তথা ক্রিকেট বিশেষজ্ঞ হর্ষ ভোগলে বলেন, ‘দিনের প্রথম সাতটি বলে তিনটি রিভার্স স্কুপ! দলের স্কোর দুই উইকেট ২৮ রান থাকা অবস্থায়! এটা আমরা জো রুটের বিষয়ে বলছি। ইংল্যান্ড যেন আলাদা স্তরেই চলছে।’ অনেকে মজাও শুরু করেছেন। এমনকী উদ্ভাবনী শটের ‘বাদশা’ ঋষভ পন্তও দিনের প্রথম বলে সম্ভবত এরকম করতে দু’বার ভাববেন বলে মজা করেছেন কেউ-কেউ।
For all the latest Sports News Click Here