স্কুল পোশাকে বসে পড়ুয়ারা, এর মধ্যেই লুকিয়ে আছেন জন-হৃতিক, চিনতে পারলেন?
আপনি কি জানেন হৃতিক রোশন এবং জন আব্রাহাম সহপাঠী ছিলেন? তাঁরা দুজন বম্বে স্কটিশ স্কুলে পড়তেন। তাঁদের সেই স্কুলবেলার একটি ছবিই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বলিউডের এই দুই জনপ্রিয় অভিনেতার এখনকার ছবির সঙ্গে অতীতের এই ছবির এতটুকু মিল নেই। দেখুন সেই ছবি দেখে আপনি তাঁদের চিনতে পারেন কিনা। পারলেও বর্তমানের সঙ্গে মেলাতে পারেন কিনা দেখুন।
অনেকেই জানেন না যে জন এবং হৃতিক সহপাঠী ছিলেন। তাঁরা একই স্কুলে, একই ক্লাসে পড়তেন। রেডইটে তাঁদের স্কুলে পড়ার সময়ের একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে তাঁদের ক্লাসের একটি ছবি দেখা যাচ্ছে। দুজনের পরনেই রয়েছে স্কুলের পোশাক। তাঁদের এই ছবি পোস্ট করে এক ব্যক্তি লেখেন, ‘তবে জিম আর কবীর একে অন্যকে বহুদিন ধরেই চেনেন!’ আসলে যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের আরেকটি ছবি হল ওয়ার। সেখানে কবীরের চরিত্রে অভিনয় করেছিলেন হৃতিক। আর সদ্য মুক্তি পাওয়া পাঠানে খলনায়কের ভূমিকায় দেখা যাচ্ছে জনকে। তাঁর চরিত্রের নাম জিম। ফলে দুটোকে মিলিয়ে একটা যোগসূত্র খুঁজে বের করেছেন নেটিজেনরা।
এক ব্যক্তি এই ছবি পোস্ট করে লেখেন, ‘তবে তাঁরা এই ছবিটিকে তাঁদের স্পাই ইউনিভার্সে ব্যবহার করে দেখাতে পারেন যে তাঁদের আলাপ দীর্ঘদিনের!’
জন আব্রাহামকে এখন পাঠান ছবিতে দেখা যাচ্ছে। দর্শক থেকে সমালোচক সকলের থেকেই এই ছবি দারুণ সাড়া পেয়েছে। ছবিতে খল নায়কের চরিত্রে দুর্দান্ত ভাবে ফুটিয়ে তুলেছেন তিনি। ছবিতে তাঁর এবং শাহরুখের ধুন্ধুমার যুদ্ধের দৃশ্য দর্শকরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন। কখনও টেনশনে দাঁত দিয়ে তাঁদের নখ কাটতেও দেখা যাচ্ছে। ফলে সবটা মিলিয়েই এখন এই অভিনেতা তাঁর নতুন ছবি নিজে ব্যাপক ব্যস্ত। শাহরুখ খান জনের বিষয়ে সম্প্রতি একটি ভিডিয়োতে বলেন, ‘জন ভীষণ ভালো। ও বারবার অ্যাকশন দৃশ্যগুলো প্র্যাকটিস করত। কিন্তু তিনদিন পর বুঝলাম ও কেন এটা করে। যাতে শ্যুটিংয়ের সময় আমার আঘাত না লাগে তার জন্য ও নিয়মিত অ্যাকশন দৃশ্যগুলো প্র্যাকটিস করত।’ কিং খান তাঁকে পাঠান ছবির শিরদাঁড়া বলে অভিহিত করেন। এবং তাঁর মতে জিমের চরিত্র জন ছাড়া আর কেউই সেভাবে ফুটিয়ে তুলতে পারতো না। জন নিজেও শাহরুখকে এই ছবির শ্যুটিংয়ের সময় বলেছিলেন ‘আপনি দেশের সম্পদ। আমি আপনাকে আঘাত করতে পারি না।’
গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠান। এখানে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামকে। এছাড়া আছেন ডিম্পল কাপাডিয়া এবং আশুতোষ রানা। ছবিটি সাতদিনে দেশে ৩০০ কোটির উপর আয় করেছে। অন্যদিকে বিশ্বজুড়ে বক্স অফিসে ৬০০ কোটির গণ্ডিও ছুঁয়ে ফেলেছে। ফলে গোটা দেশ তো বটেই বিশ্বের সমস্ত প্রান্তে থাকা শাহরুখ ভক্তরা এখন পাঠান জ্বরে যে রীতিমত কাবু সেটা বোঝা যাচ্ছে।
For all the latest entertainment News Click Here