স্কুল ছাত্রী অন্তরার আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য! সামনে এল ‘কিশলয়’র ফার্স্ট লুক
অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেল ‘কিশলয়’এর পোস্টার ও চরিত্রের লুক। থ্রিলার ভিত্তিক এই ছবিতে উঠে আসবে ছোট্ট একটি মেয়ের আত্মহত্যার পিছনের গল্প। প্রত্যেক ছাত্র-ছাত্রীর জীবনে মার্কশিটের নম্বরটাই কি সব কিছু? নাকি অনেক নম্বর পাওয়ার চাপেই ঘনিয়ে আসে এক প্রবল মানসিক চাপ? স্কুল জীবনের কঠিন বাস্তবকে নিয়ে পর্দায় গল্প এঁকেছেন পরিচালক আতিউল ইসলাম।
বছর ৭-এর অন্তরা বাড়িতে সকলের অনুপস্থিতিতে আত্মহননের পথ বেছে নেয়। তবে আত্মহত্যা করার আগে খাতার সাদা পাতায় লিখে যায়, ‘বাবা আমাকে মেরেছে, বাবা খুব খারাপ’। সুইসাইড নোটের ভিত্তিতে পুলিশ অন্তরার বাবা অরিত্র গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করে। সরকারি পক্ষের উকিল অরিত্রর শাস্তির ব্যবস্থা করে।
তবে অরিত্রর পক্ষের উকিল দেবলীনা প্রমাণ করেন, কেমন মানসিক চাপে পড়ে খুদে অন্তরাকে চড় মেরেছিল বাবা অরিত্র। এমনকি মেয়েকে তিনি কতটা ভালোবাসেন সেটাও। ছবিতে উঠে আসে পারিবারিক অসামঞ্জস্যের গল্পও। ছবির পরতে পরতে রয়েছে সাসপেন্স। মূলত সংবেদনশীল শিশুমন কীভাবে পারিপার্শ্বিক পরিস্থিতির চাপে পরে বিষিয়ে যাচ্ছে তা উঠে আসবে এই ছবিতে। ছবিতে উঠে আসে পারিবারিক অসামঞ্জস্যের গল্পও।
ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী দেবলীনা দত্ত, অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, শিশু শিল্পী অদ্রিজা মুখোপাধ্যায়কে দেখা যাবে অন্তরার ভূমিকায়। ছবিতে অনান্য ভূমিকায় অভিনয় করছেন বিবেক ত্রিবেদী, দেবরাজ মুখোপাধ্যায়রা।
ছবির গল্প লিখেছেন তানবীর কাজী। সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়। ছবি প্রযোজনায় আরণ্যক বন্দ্যোপাধ্যায়। ‘আরণ্যক ফিল্মস’ প্রোডাকশন-এর ব্যানারে চলতি বছরেই মুক্তি পাবে এই ছবি।
For all the latest entertainment News Click Here