স্কুল ক্রিকেটে বড় রেকর্ড! নব নালন্দা তুলল ১০৬৩ রান, প্রতিপক্ষ ৪ রানেই অলআউট
স্কুল ক্রিকেটে বড় রেকর্ড হয়ে গেল। মেয়র্স কাপ শুরুর দিনেই ইতিহাস গড়ে ফেলল নব নালন্দা! নোপানি হাইস্কুলের বিরুদ্ধে হাজার রান করল নব নালন্দার ছাত্ররা! যা এখনও পর্যন্ত বাংলার স্কুল ক্রিকেটে তো বটেই, ভারতবর্ষের স্কুল ক্রিকেটে কখনও ঘটেছে বলে শোনা যায়নি। হাজার রানের ম্যাচ নিয়ে শোরগোল ময়দানে। আরও অবিশ্বাস্য যে, জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৪ রানে অলআউট হয়ে গিয়েছে নোপানি হাইস্কুল। ফলে এদিনের ম্যাচে নব নালন্দা ১০৬৩ রানে জিতেছে।
আরও পড়ুন… অজিদের ৪-০ হারানোর টার্গেট নেওয়া দরকার, উত্তেজনায় ফুটছেন শাস্ত্রী
মেয়র্স কাপের এই ম্যাচে ঠিক কী হয়েছিল? খবর নিয়ে জানা গিয়েছে, প্রথমে ব্যাট করতে নেমে নব নালন্দা যখন ২২ ওভারে ৫৬৭ রান তুলেছিল। তখনই নজিরবিহীন ভাবে ওয়াকআউট করার সিদ্ধান্ত নিয়ে ছিল নোপানি হাইস্কুল। এরপরেই আম্পায়া ও ম্যাচের কর্তৃপক্ষ ম্যাচ না খেলার কারণ জানতে চান। যথাযথ কারণ পেশ না করেই মাঠ ছাড়ে নোপানি হাইস্কুল। স্বাভাবিক ভাবেই তাই শাস্তির খাঁড়া নেমে আসে নোপানি হাইস্কুলের উপর। ম্যাচে আসে একটি টুইস্ট। আম্পায়াররা শাস্তিস্বরূপ ৫০০ রান পেনাল্টি দেন নব নালন্দাকে। এত রান করার পিছনে রয়েছে এই কাহিনি। এর আগে পেনাল্টি হিসেবে কোনও দল এত রান পায়নি। এটাও একটা রেকর্ড। আর তাতেই নব নালন্দার মোট রান হাজার পেরিয়ে যায়।
আরও পড়ুন… Ranji Trophy 2023: সৌরাষ্ট্রের বিরুদ্ধে দুরন্ত শতরান করে কর্ণাটককে ভরসা দিলেন মায়াঙ্ক আগরওয়াল
এই স্কুলের কোচ গৌতম দাস বলেন তাদের সঙ্গে লড়াই না করতে পেরেই খেলতে চাইনি তারা। তাই পেনাল্টি হিসাবে পাঁচশো রান পায় নব নালন্দা। দলের কোচ জানিয়েছেন তারা এভাবে খেলে ম্যাচ জিততে চায়নি। গৌতম দাস বলেন, ‘ওরা খেলতেই চাইছিল না। আমাদের সঙ্গে লড়াই না করতে পেরেই খেলার ইচ্ছা হারিয়ে ফেলেছিল। তাই খেলার মাঝে ওয়াকআউটের সিদ্ধান্ত নেয় ওঁরা। পেনাল্টি হিসেবে আমরা পাঁচশো রান পাই। আমরা জানি যে, রেকর্ড হয়েছে। কিন্তু এভাবে আমরা খেলতে চাইনি।’
এমন ম্যাচ নিয়ে প্রশ্নের মুখে পড়েছে বাংলা ক্রিকেট অ্যাসোসিয়েশন। ময়দানে ও ক্রিকেট মহলে সকলে প্রশ্ন করছেন যে, কেনই বা এরকম দুর্বল টিমকে খেলার অনুমতি দেওয়া হয়েছে। কেন ম্যাচটাকে হাস্যকর জায়গায় নিয়ে যাওয়া হল? ম্যাচের রেজাল্ট সামনে আসতেই উঠেছে নানা প্রশ্ন। জবাবে সিএবি যুগ্ম সচিব দেবব্রত দাস এই সব প্রশ্নের জবাব দিয়েছেন। তিনি বলেছেন, ‘৫২টা স্কুল এই টুর্নামেন্টে অংশ নিয়েছে। আমরা জানব কী করে কে শক্তিশালী, কে দুর্বল।’ সব মিলিয়ে হাজার রানের ম্যাচ নিয়ে ময়দানে জল্পনা শুরু হয়ে গিয়েছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here