স্কুলের ছাত্রের মতো ভুল করে ক্যাচ ফস্কালেন সিরাজ, রেগে লাল রোহিত-চাহার
শুভব্রত মুখার্জি: ইন্দোরে ভারত ও দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। প্রথম দুটি ম্যাচ জিতে ভারতের সিরিজ জয় আগেই হয়ে গিয়েছিল। তৃতীয় ম্যাচ ছিল তাদের কাছে নিয়মরক্ষার ম্যাচ। এই ম্যাচে তাই ভারতের তরফে বিশ্রাম দেওয়া হয়েছিল বিরাট কোহলি এবং কেএল রাহুলকে। অন্যদিকে চোটের কারণে দলে ছিলেন না আরেক পেসার আর্শদীপ সিং। সেই জায়গায় দলে এসেছিলেন শ্রেয়স আইয়ার, মহম্মদ সিরাজ এবং উমেশ যাদব। ম্যাচে সিরাজ দক্ষিণ আফ্রিকার ইনিংসের শেষ দিকে ডেভিড মিলারের ক্যাচ বাউন্ডারিতে ধরেন। কিন্তু ধরার পড়েও বাউন্ডারির দড়ির উপরে তরা পা ছুঁয়ে যায়। ফলে মিলার আউট তো হননি। উল্টে ছ’টি রান পেয়ে যায় দক্ষিণ আফ্রিকা দল। আর সিরাজের এইরকম স্কুলছাত্রের মতো ভুল দেখে বেজায় চটে যান অধিনায়ক রোহিত শর্মা এবং বোলার দীপক চাহার।
ঘটনাটি ঘটে দক্ষিণ আফ্রিকার ইনিংসের একেবারে শেষ ওভারে। ১৯.২ ওভারে ত্রিস্তান স্টাবসের উইকেট হারায় প্রোটিয়া বাহিনী। ক্রিজে আসেন ডেভিড মিলার। প্রথম বলটি চালাতে গিয়ে মিস করেন তিনি। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। পরের বলেই তিনি লম্বা ছক্কা হাঁকান। বলটি আবার নো বল থাকাতে পরের বলে ফ্রি হিট পান। সেই বলেই বড় ছক্কা হাঁকান ডেভিড মিলার। তারপরের বলেও ছক্কা হাঁকাতে গিয়ে ব্যাটের একেবারে মাঝখানে বল না লাগায় টাইমিং ভালো হয়নি। বলটি বাউন্ডারির একেবারে কাছে দাঁড়িয়ে ক্যাচ তালুবন্দিও করে ফেলেন মহম্মদ সিরাজের। ক্যাচ তালুবন্দি করার পরে সিরাজ আর একটি পিছনের দিকে অতিরিক্ত স্টেপস নেন। বাউন্ডারির দড়ি কতটা কাছে আছে বুঝতে না পেরে তার উপরেই বল তালুবন্দি অবস্থায় দাঁড়িয়ে পড়েন সিরাজ। এই সাধারণ জিনিসে এমন ভুল দেখে বেজায় ক্ষেপে যান রোহিত শর্মা এবং বোলার দীপক চাহার। হাত নেড়ে দুজনেই যে ঘটনায় কতটা অখুশি তারা তা বুঝিয়ে দেন।
দক্ষিণ আফ্রিকা এদিন প্রথমে ব্যাট করে মাত্র ৩ উইকেট হারিয়ে ২২৭ রান করে। তাদের হয়ে অনবদ্য অপরাজিত শতরান করেন রিলি রসউ। ৪৮ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন রিলি। তার ইনিংস সাজানো ছিল ৭টি চার এবং ৮টি ছয়ে। তাকে যোগ্য সঙ্গত দিয়ে ৪৩ বলে ৬৮ রান করেন কুইন্টন ডি’কক। শেষ দিকে ৫ বলে ১৯ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন ডেভিড মিলার। ভারতের হয়ে দীপক চাহার এবং উমেশ যাদব একটি করে উইকেট নেন। রান তাড়া করতে নেমে ১৭৮ রানে অলআউট হয়ে যায় ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন দীনেশ কার্তিক। ফলে ৪৯ রানে ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা দল।
For all the latest Sports News Click Here