স্কটিশ চার্চ কলেজে কেন বাতিল সমকামীদের নিয়ে ছবি? HT বাংলাকে কী বললেন পরিচালক
১১ জুলাই স্কটিশ চার্চ কলেজে সমকামীদের নিয়ে তৈরি ছবি ‘গে ম্যাট্রিমনি’র প্রদর্শনী হওয়ার কথা। আগের দিন অর্থাৎ ১০ তারিখ পর্যন্তও এমনটাই জানতেন ছবির পরিচালক দেবলীনা মজুমদার। সেই মতো নিজের অন্যান্য কাজ বাতিল করে ওই দিনটি ফাঁকাও রেখেছিলেন। কিন্তু ১১ তারিখ সকাল সকাল কলেজের তরফে ফোন এল। বলা হল, বাতিল করা হয়েছে সমকামীদের নিয়ে ছবিটির প্রদর্শনী। ঘটনার জেরে ইতিমধ্যেই বিতর্কে জড়িয়েছে স্কটিশ চার্চ কলেজ। হঠাৎ করে ছবি দেখানো বাতিল করার কী কারণ? সমকামীদের নিয়েই ছবি বলেই কি এমন সিদ্ধান্ত? শতাব্দীপ্রাচীন কলেজের সিদ্ধান্ত নিয়ে নানারকম প্রশ্ন উঠতে শুরু করেছে।
জানা যাচ্ছে, কয়েকজন পড়ুয়াদের অভিযোগের কথাও। সংবাদ মাধ্যম সূত্রের খবর, এই সিনেমাটি দেখানো হবে জানতে পেরেই কয়েকজন পড়ুয়া চার্চ অব নর্থ ইন্ডিয়া ও কলেজ কর্তৃপক্ষকে মেল করে। সেই অভিযোগের ছবিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। হিন্দুস্তান টাইমস বাংলাকে এমনটাই জানালেন পরিচালক দেবলীনা মজুমদার। এই দিন তাঁকে জিজ্ঞেস করা হয় কখন কলেজের তরফে এমনটা জানতে পারলেন? পরিচালকের কথায়, ‘সকাল সকাল কলেজ কর্তৃপক্ষ থেকে একটি ফোন আসে তাঁর কাছে। সেই ফোনেই হঠাৎ জানানো হয়, যে অনুষ্ঠান বাতিল।’ কী কারণ জানাচ্ছে কলেজ? দেবলীনার কথায়, ‘সংবাদ মাধ্যম জানতে পারার পর কলেজের তরফে আবার ফোন আসে। তখন জানানো হয়, অনুষ্ঠান বাতিল নয়, স্থগিত করা হয়েছে। কলেজে এখন নাকি পরীক্ষা চলছে। তাই এই সিদ্ধান্ত। এই তারিখ কিন্তু ঠিক করা হয়েছিল বহু দিন আগে থেকেই।’ ক্ষোভের সুরেই দেবলীনার প্রশ্ন ‘তারিখ ঠিক করার সময় কি সে কথা ভাবা উচিত ছিল না?’
সংবাদ মাধ্যম ও সমাজ মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়তেই কি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করল স্কচিশ চার্চ কলেজ? বাতিলের বদলে স্থগিতের কথা জানানো হল তাদের তরফে? দেবলীনার যুক্তি, ‘তাই যদি হবে, তবে পরবর্তী তারিখ নিয়ে আলোচনার প্রসঙ্গও উঠত। কিন্তু সে নিয়ে কোনও শব্দ খরচ করেনি কলেজ কর্তৃপক্ষ।’ তবে দেবলীনার সঙ্গে এমন ঘটনা এই প্রথম নয়।
যৌনতার জগতে প্রান্তিক মানুষদের তৈরি সিনেমার জন্য আগেও তাকে এমন পরিস্থিতিতে পড়তে হয়েছে। স্কটিশ চার্চ কলেজের ঘটনার আগে এই সিনেমা ওড়িশা চলচ্চিত্র উৎসবে বাতিল করার দাবি ওঠে। তা নিয়ে যথেষ্ট উত্তেজনার সৃষ্টি হয়। তবে সত্যিই যদি ‘স্থগিত’ করা হয়, তাহলে কবে সেই সিনেমাটি আবার দেখানো হবে, সেই নিয়েও রয়ে গিয়েছে ধোঁয়াশা। সংবাদ মাধ্যমের কাছে এই নিয়ে কোনও স্পষ্ট উত্তর দিতে পারেননি আয়োজনের দায়িত্বে থাকা বিভাগ। একই সঙ্গে, সমকামীদের নিয়ে ছবি বলেই এত সমস্যা কিনা সে প্রশ্নেরও সদুত্তর মেলেনি কর্তৃপক্ষের তরফে।
For all the latest entertainment News Click Here