স্কটদের গুঁড়িয়ে বিশ্বকাপের একেবারে দোরগোড়ায় শ্রীলঙ্কা, জেতালেন ধোনির অস্ত্র!
বিশ্বকাপের সূচি ঘোষণার দিনেই বিশ্বকাপের মূলপর্বের দিকে আরও এককদম এগিয়ে গেল শ্রীলঙ্কা। মঙ্গলবার বুলাওয়ায় স্কটল্যান্ডকে ৮২ রানে গুঁড়িয়ে দিল দ্বীপরাষ্ট্র। সেইসঙ্গে ঝুলিতে চার পয়েন্ট নিয়ে ক্রিকেট বিশ্বকাপের কোয়ালিফায়ারের ‘সুপার সিক্স’-এ উঠে গেল। আপাতত যা পরিস্থিতি ‘সুপার সিক্স’-র তিনটি ম্যাচের মধ্যে দুটি ম্যাচে জিতলেই বিশ্বকাপের মূলপর্বের টিকিট পেয়ে যাবে। তবে বুলাওয়ায় শ্রীলঙ্কাকে সবথেকে বেশি স্বস্তি রাখবে বোলারদের পারফরম্যান্স। স্পিনিং পিচে মাত্র ২৪৫ রান তোলার পর স্কটিশদের ২৯ ওভারের মধ্যে ১৬৩ রানে থামিয়ে দেন মাহিশ থিকশানারা। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন চেন্নাই সুপার কিংসে (সিএসকে) মহেন্দ্র সিং ধোনির অন্যতম ‘অস্ত্র’।
আরও পড়ুন: ICC CWC Qualifier 2023: একাই ১৬২ স্টার্লিংয়ের, নিজেদের ODI ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর আয়ারল্যান্ডের
এমনিতে আজ শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড যখন খেলতে নেমেছিল, ততক্ষণে দু’দলই ‘সুপার সিক্স’-এ উঠে গিয়েছে। কিন্তু ‘সুপার সিক্স’-এ নামার আগেই কোন দলের ঝুলিতে চার পয়েন্ট থাকবে এবং কোন দলের ঝুলিতে দুই পয়েন্ট থাকবে, তা নির্ধারণের জন্য নেমেছিল। সেই পরিস্থিতিতে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় স্কটল্যান্ডরা। ব্যাট করতে নেমে ঝোড়ো শুরু করে শ্রীলঙ্কা। তবে সেই ঝড় বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৪.২ ওভারে শ্রীলঙ্কার স্কোর যখন ৩৪ রান, তখন প্রথম উইকেট পড়ে যায় দ্বীপরাষ্ট্রের। কিছুক্ষণ পরেই ড্রেসিংরুমে ফিরে যান কুশল মেন্ডিস।
আরও পড়ুন: ICC World Cup 2023 Full Schedule: ইতিহাসে দ্বিতীয়বার হবে এরকম কাণ্ড! বিশ্বকাপে কবে, কোথায়, কোন ম্যাচ হবে? রইল সূচি
তারপর শ্রীলঙ্কার ইনিংস সামলানোর দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন পাথুম নিশঙ্কা এবং সাদিরা সমরাবিক্রমে। দু’জনের জুটিতে ৫৫ রান ওঠে। তারপর সমরাবিক্রমে আউট হলেও চরিথ আসালঙ্কার সঙ্গে জুটি গড়ে তোলেন নিশঙ্কা। সেই জুটি ৫০ রান পূরণ করার আগেই আউট হয়ে যান নিশঙ্কা (৮৫ বলে ৭৫ রান)।
সেই ধাক্কা সামলে ধনঞ্জয় ডি’সিলভা এবং আসালঙ্কার মধ্যে ৬১ রানের জুটি গড়ে ওঠে। কিন্তু ৩৯.২ ওভারে ২০৩ রানের মাথায় ধনঞ্জয় (২৩ রান) আউট হতেই শ্রীলঙ্কার ইনিংস বেলাইন হয়ে যায়। ৪৯.৩ ওভারে ২৪৫ রানে অল-আউট হয়ে যায় লঙ্কাবাহিনী। ৬৩ রান করেন আসালঙ্কা। স্কটল্যান্ডের হয়ে ৬.৩ ওভারে ৩২ রান দিয়ে চার উইকেট নেন ক্রিস গ্রিভেস। ১০ ওভারে ৫২ রান দিয়ে তিন উইকেট নেন মার্ক ওয়াট।
তবে স্কোরবোর্ডে বড় রান না থাকলেও শ্রীলঙ্কার বোলাররা একেবারেই চাপে পড়েননি। প্রথম থেকেই স্কটের ব্যাকফুটে ফেলে দেন। গ্রিভেস ছাড়া কেউই দাঁড়াতে পারেননি। যিনি শেষপর্যন্ত ৪১ বলে ৫৬ রানে অপরাজিত থাকেন। ২৯ ওভারে ১৬৩ রানে অল-আউট হয়ে যায় স্কটল্যান্ড। শ্রীলঙ্কার হয়ে থিকশানার তিন উইকেটের পাশাপাশি দুটি উইকেট নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। আর সেই জয়ের ফলে গ্রুপ ‘বি’-তে শীর্ষস্থানে শেষ করল শ্রীলঙ্কা (চার ম্যাচে আট পয়েন্ট)। দ্বিতীয় স্থানে শেষ করল স্কটল্যান্ড (চার ম্যাচে ছয় পয়েন্ট)।
For all the latest Sports News Click Here