সৌরভ, কুম্বলেও তো বাদ পড়েছিল- কোহলির বিরুদ্ধে অস্ত্র শানালেন প্রসাদ, বীরুরা
বিরাট কোহলির ফর্ম নিয়ে চলছে তীব্র সমালোচনা। অনেকেই কোহলিকে টিম থেকে বাদ দেওয়ার বিষয়ে সরব। কপিল দেব তো সরাসরি বলেই দিয়েছেন, যদি অশ্বিনকে বসিয়ে দেওয়া হয়, তবে বিরাটকে কেন বসানো হচ্ছে না? এ বার টুইটারের মাধ্যমে কোহলিক দল থেকে বাদ দেওয়া নিয়ে সরব হলেন ভেঙ্কটেশ প্রসাদ, বীরেন্দ্র সেহওয়াগরা।
আরও পড়ুন: ‘এদের বিশেষজ্ঞ বলেন কেন!’ কোহলি প্রসঙ্গে কি কপিলকে ঠুকলেন রোহিত
সেহওয়াগ টুইটে লিখেছেন, ‘ভারতের অনেক ব্যাটসম্যান রয়েছ, যারা শুরু থেকেই এগিয়ে যেতে পারে, তাদের মধ্যে কেউ কেউ দুর্ভাগ্যবশত বাইরে বসে আছে। টি-টোয়েন্টি ক্রিকেটে বর্তমান ফর্মে থাকা সেরা খেলোয়াড়দের খেলানোর উপায় খুঁজে বের করতে হবে। #IndvEng’
প্রসাদ আবার এই প্রসঙ্গে দু’টি টুইট করেছেন। একটিতে তিনি লিখেছেন, ‘একটা সময় ছিল যখন ফর্মে না থাকলেই বাদ পড়তে হত। বিখ্যাত প্লেয়ারও ছাড় পেত না। বাদ পড়ত। ফর্মে না থাকার জন্য বাদ পড়েছেন সৌরভ, সেহওয়াগ, যুবরাজ, জহির, ভাজ্জিরা। তারা ঘরোয়া ক্রিকেটে খেলে ফর্মে ফিরেছে, রান করেছে এবং (জাতীয় দলে )প্রত্যাবর্তন করেছে।’
তিনি আরও একটি টুইটে লিখেছেন, ‘এখন আমূল পরিবর্তন হয়েছে, যেখানে ফর্মের বাইরে থাকার জন্য বিশ্রামে পাঠানো হয়। এটি অগ্রগতির কোনও উপায় নয়। দেশে এত প্রতিভা আছে, তবে খেলার সুযোগ পায় না। ভারতের অন্যতম সেরা ম্যাচ বিজয়ী অনিল কুম্বলেও অনেক ম্যাচে বাইরে বসেছিলেন। বৃহত্তর স্বার্থে অ্যাকশন নেওয়ার প্রয়োজন রয়েছে।’
দিনের পর দিন টানা খারাপ পারফরম্যান্সের ধারা চলছে বিরাট কোহলির। এজবাস্টন টেস্টে খারাপ পারফরম্যান্সের পর ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দলে ফিরেছিলেন। সেই ম্যাচে ১ রান করে সাজঘরে ফেরেন কোহলি। তার পর রবিবার তৃতীয় টি-টোয়েন্টিতে তাঁর সংগ্রহ ১১ রান। ফলে তাঁকে ঘিরে সমালোচনা আরও তীব্র হয়েছে।
২০১৯ সালের নভেম্বরে ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে শেষ বার শতরান করেছিলেন কোহলি। এর পর বহু ম্যাচ খেলে ফেলেছেন কোহলি, কিন্তু তিন অঙ্কের ঘরে তিনি পৌঁছতে পারেননি। ইদানীং তো জঘন্য ছন্দে রয়েছেন। আইপিএলেও হতাশ করেছেন। এখন জাতীয় দলের জার্সিতেও ব্যর্থতাই তাঁর সঙ্গী হয়ে উঠেছে।
For all the latest Sports News Click Here