সৌরভের DC-র ফ্যান হবে KKR! কীভাবে প্লে-অফে উঠবেন রিঙ্কুরা? দেখুন পুরো অঙ্ক
চিপকে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে প্লে-অফে ওঠার লড়াইয়ে সামান্য আশা জিইয়ে রাখল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। রবিবার নয় বল বাকি থাকতেই চেন্নাইকে ছয় উইকেটে হারিয়ে দিয়েছেন নীতীশ রানা, রিঙ্কু সিংরা। এবার শেষ ম্যাচে (লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্ধে) শুধু জিতলেই হবে না, অন্য দলগুলিকে দিকেও তাকিয়ে থাকতে হবে। সবকিছু যদি মিলে যায়, তবেই প্লে-অফের টিকিট পাবে কেকেআর। সেটাও চতুর্থ দল হিসেবে মিলতে পারে (কারণ কেকেআরের দিক থেকে বিচার করলে গুজরাট, চেন্নাই, মুম্বই/লখনউ প্লে-অফে উঠে যাবে, একমাত্র চতুর্থ হতে পারে কেকেআর)।
আইপিএলের পয়েন্ট তালিকা
কেকেআরের প্লে-অফে ওঠার অঙ্ক
রবিবার চেন্নাইকে হারানোর পর ১৩ ম্যাচে কেকেআর পয়েন্ট দাঁড়াল ১২। প্লে-অফে যেতে হলে কেকেআরকে শেষ ম্যাচে জিততেই হবে। আর কেকেআর শেষ ম্যাচে জিতবে, সেটা ধরেই প্লে-অফে ওঠার অঙ্কের হিসাব করল ‘হিন্দুস্তান টাইমস বাংলা’।
১) গুজরাট টাইটানস: গুজরাট প্রায় প্লে-অফে উঠে গিয়েছে। আর গুজরাটকে ছাপিয়ে যেতে পারবে না কেকেআর। তবে প্লে-অফে যাওয়ার জন্য গুজরাটের সবথেকে বড় সমর্থক হয়ে যাবেন নাইটরা। গুজরাটের দুটি ম্যাচ বাকি আছে (সানরাইজার্স হায়দরাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর)। ওই দুটি ম্যাচেই যেন গুজরাট জেতে, সেই প্রার্থনা করবে কেকেআর। কারণ হায়দরাবাদ এবং ব্যাঙ্গালোর যত হারবে, তত লাভ হবে নাইটদের।
২) চেন্নাই সুপার কিংস: রবিবারের পর চেন্নাইয়ের ম্যাচ নিয়ে ছিঁটেফোটা মাথা ঘামাবে না কেকেআর। মহেন্দ্র সিং ধোনিদের একটি ম্যাচই বাকি আছে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামবেন। সেই ম্যাচে ধোনিরা জিতলেও কেকেআরের কোনও লাভ হবে না। হারলেও কোনও লাভ হবে না কেকেআরের। কারণ দিল্লি ইতিমধ্যে ছিটকে গিয়েছে। আর চেন্নাই যেহেতু ১৫ পয়েন্টে আছে, তাই কেকেআর কোনওভাবেই ধোনিদের স্পর্শ করতে পারবে না।
৩) মুম্বই ইন্ডিয়ান্স: মুম্বইয়ের ঝুলিতে ১৪ পয়েন্ট আছে এবং দুটি ম্যাচ পড়ে আছে। একটি ম্যাচ খেলবে লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্ধে, অপরটি খেলবে সানরাইজার্সের বিরুদ্ধে। লখনউ এবং মুম্বই ম্যাচে যে জিতবে, সেই দলই কেকেআরের ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। তাই সেই ম্যাচ নিয়ে তেমন আগ্রহ থাকবে না নাইটদের।
আরও পড়ুন: CSK vs KKR: ক্যাচ মিস নয়, KKR-র কাছে হেরে শিশিরকেই ভিলেন বানালেন ধোনি
তবে লখনউ হেরে গেলে কেকেআরের বেশি সুবিধা হবে। কারণ গ্রুপের শেষ ম্যাচে লখনউকে হারাতে পারবেন নাইটরা এবং গৌতম গম্ভীরদের ছিটকে দিতে পারবেন। মুম্বই-লখনউ ম্যাচে লখনউ জিতে গেলে তখন সানরাইজার্সের দিকে তাকিয়ে থাকতে হবে কেকেআরকে। প্রার্থনা করতে হবে যে মুম্বইকে যেন হারিয়ে দেয়।
৪) লখনউ সুপার জায়েন্টস: ১২ ম্যাচে পয়েন্ট ১৩। মুম্বইয়ের বিরুদ্ধে লখনউয়ের হার চাইবে (কারণটা উপরেই ব্যাখ্যা করা আছে) কেকেআর। আর শেষ ম্যাচে কেকেআরের বিরুদ্ধে নামবে লখনউ। ওই ম্যাচে নাইটদের জিততেই হবে। সেটাই যদি না হয়, তাহলে লখনউ প্লে-অফে উঠতে পারবে না।
৫) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: ১২ ম্যাচে বিরাটদের পয়েন্ট ১২। কেকেআর চাইবে যে দুটি ম্যাচেই (গুজরাট এবং সানরাইজার্স) হেরে যাক আরসিবি (গুজরাটের বিরুদ্ধে সানরাইজার্স হারবে ধরে)। তাহলে বিরাটরা ১২ পয়েন্টেই আটকে থাকবে এবং প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাবে। কেকেআরের একটি প্রতিপক্ষ কমে যাবে।
৬) রাজস্থান রয়্যালস: ১৩ ম্যাচে সঞ্জু স্যামসনদের পয়েন্ট ১২। পঞ্জাব কিংসের বিরুদ্ধে শেষ ম্যাচে খেলবে। কেকেআর চাইবে যে পঞ্জাব জিতে যাক। কিন্তু পঞ্জাব একটি ম্যাচ জিতলেই ১৪ পয়েন্টে পৌঁছে যাবে। তাহলে কেন পঞ্জাবের জয় চাইবে কেকেআর? কারণ একটাই। নেট রানরেটের নিরিখে কেকেআরের থেকে অনেকটা এগিয়ে আছে রাজস্থান (০.১৪০)। ফলে রাজস্থান ১৪ পয়েন্টে পৌঁছে গেলে কেকেআর ধাক্কা খাবে। নেট রানরেটের নিরিখে প্লে-অফ পিছনে পড়ে যাবে। সেখানে পঞ্জাবের নেট রানরেট কেকেআরের থেকে কম আছে (-০.২৬৮)। তাই কেকেআর চাইবে যে রাজস্থান হেরে যাক। তবে কম ব্যবধানে হেরে যাক রাজস্থান (দিল্লিকে পঞ্জাব হারাবে ধরে, তাহলে পঞ্জাবও ১৪ পয়েন্টে থাকবে)।
৭) পঞ্জাব কিংস: আপাতত শিখর ধাওয়ানদের ঝুলিতে ১২ ম্যাচে ১২ পয়েন্ট আছে। দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলা বাকি আছে। সেই পরিস্থিতিতে কেকেআর চাইবে যে দিল্লির বিরুদ্ধে হেরে যাক পঞ্জাব। আর রাজস্থানের বিরুদ্ধে জিতে যাক। সেইসঙ্গে কেকেআর চাইবে যে বড় ব্যবধানে জিতুক দিল্লি। রাজস্থানের বিরুদ্ধে যাতে এক রানে জেতে বা এক উইকেটে জেতে পঞ্জাব, সেটা চাইবে কেকেআর।
আরও পড়ুন: CSK vs KKR: ১১ বছর পরে চিপকে ধোনিদের হারাল কেকেআর, প্লে-অফের দৌড়ে ভেসে রইলেন নীতীশরা
৮) সানরাইজার্স হায়দরাবাদ: ১১ ম্যাচে এডেন মার্করামদের ঝুলিতে আছে আট পয়েন্ট। কেকেআর চাইবে যে গুজরাটের বিরুদ্ধে হেরে যাক সানরাইজার্স। তাহলেই ১২ পয়েন্টের বেশি হবে না ভুবনেশ্বর কুমারদের। তারপর ব্যাঙ্গালোর এবং মুম্বইকে (যদি মুম্বই-লখনউ ম্যাচে লখনউ জিতে যায়) হারিয়ে দিক।
৯) দিল্লি ক্যাপিটালস: এবারের আইপিএল থেকে ছিটকে গিয়েছে দিল্লি। তবে দিল্লি যাতে মান-সম্মানের জন্য খেলে, সেটা মন থেকে চাইবে কেকেআর। কারণ পঞ্জাবকে যদি হারাতে না পারে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি, তাহলে কেকেআরের প্লে-অফের আশা কার্যত শেষ হয়ে যাবে।
কারণ সেক্ষেত্রে পঞ্জাবের ১৬ পয়েন্ট হয়ে যাবে (রাজস্থানকে হারাবে ধরে)। প্লে-অফে চলে যাবে গুজরাট, চেন্নাই, মুম্বই/লখনউ এবং পঞ্জাব। আর রাজস্থান যদি পঞ্জাবকে হারিয়ে দেয়, তাহলে শিখররা ১৪ পয়েন্টে থাকবেন। সঞ্জুদেরও ১৪ পয়েন্ট হবে। কিন্তু অবিশ্বাস্য কিছু না হলে নেট রানরেটের নিরিখে সঞ্জুদের ধরতে পারবে না কেকেআর। তখন চতুর্থ দল হিসেবে প্লে-অফের লড়াইয়ে বাজিমাত করবে রাজস্থান।
(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে – ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest Sports News Click Here