সৌরভের দিল্লি ক্যাপিটালসে বড় ধাক্কা! IPL 2023 থেকে ছিটকে গেলেন DC-র ফাস্ট বোলার
আইপিএল ২০২৩-এ দিল্লি ক্যাপিটালসের ঝামেলা যেন শেষ হওয়ার নামই করছে না। চলতি মরশুমে দলের পারফরম্যান্স খুবই খারাপ হয়েছে। এরই মধ্যে আরেকটি বড় ধাক্কা খেয়েছে দলটি। ইনজুরির কারণে পুরো মরশুম থেকে ছিটকে গেছেন দিল্লি ক্যাপিটালসের তরুণ ফাস্ট বোলার কমলেশ নাগরকোটি। ডিসি এই মরশুমে এখন পর্যন্ত মোট পাঁচটি ম্যাচ খেলেছে এবং ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে দলটি প্রতিটি ম্যাচেই পরাজয়ের সম্মুখীন হয়েছে। দিল্লি ক্যাপিটালস এই মরশুমে এখনও পর্যন্ত একমাত্র দল যারা পয়েন্ট টেবিলে তাদের খাতাই খুলতে ব্যর্থ হয়েছে।
আরও পড়ুন… বাবার ছত্রছায়ায় মুম্বইয়ে নয়, অন্য দলের হয়ে খেলুক অর্জুন, পরামর্শ পাক প্রাক্তনীর
পিটিআইয়ের খবর অনুযায়ী, কমলেশ নাগরকোটি পিঠের চোটের কারণে পুরো টুর্নামেন্ট থেকে বাদ পড়েছেন। এর আগে, এমনও খবর ছিল যে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলের অধিনায়ক প্রিয়ম গর্গ এবং অভিমন্যু ঈশ্বরনকে দিল্লি ক্যাপিটালসের শিবিরে ট্রায়ালের জন্য ডাকা হয়েছিল। আশা করা হচ্ছে এই খেলোয়াড়দের একজন কমলেশ নাগরকোটির স্থলাভিষিক্ত হবেন।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
দিল্লি ক্যাপিটালসের ইতিমধ্যেই তাদের স্কোয়াডে ২৫ জন খেলোয়াড় রয়েছে এবং আইপিএলের নিয়ম অনুযায়ী কোনও দলই তাদের স্কোয়াডে বেশি খেলোয়াড় রাখতে পারে না। এমন পরিস্থিতিতে গর্গ এবং ঈশ্বরনের মধ্যে একজন নাগেরকোটিকে প্রতিস্থাপন করবেন বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন… ওর ব্যাটিং দেখাটা সবচেয়ে বিরক্তিকর- লাইভ ধারাভাষ্যের মাঝেই রাহুলকে অপমান করলেন পিটারসেন!
২৩ বছর বয়সী তরুণ ফাস্ট বোলার কমলেশ নাগরকোটি তাঁর ইনজুরির কারণে অনেকগুলো আইপিএল ম্যাচ মিস করেছেন। বর্ণাঢ্য এই লিগে এখন পর্যন্ত খেলা ১২টি ম্যাচে কমলেশ নাগরকোটি ৫৭ গড়ে নিয়েছেন মাত্র ৫ উইকেট। ২০২০ সালে, তিনি তাঁর আইপিএল অভিষেকের সুযোগ পেয়েছিলেন। ২০১৮ সালে, কেকেআর তাঁকে ৩.১০ কোটি টাকা খরচ করে তাদের শিবিরে অন্তর্ভুক্ত করেছিল। চার বছর কেকেআর-এর অংশ থাকার পর DC তাঁকে ২০২২ সালে ১.১০ কোটি টাকায় তাদের দলে অন্তর্ভুক্ত করেছিলেন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here