সৌরভের জন্মদিনে বিশেষ চমক ‘কলকাতা চলন্তিকা’ টিমের, অগস্টে প্রেক্ষাগৃহে আসছে ছবি
ক্রিকেটের বাইজ গজের বাইরেও দাদার ‘দাদাগিরি’ সর্বত্র। বিজ্ঞাপনী দুনিয়া হোক কিংবা রিয়্যালিটি শোয়ের সঞ্চালনা.. বিনোদন জগতেও একের পর এক ছক্কা হাঁকিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শুক্রবার ৫০-এ পা রেখেছেন বিসিসিআই প্রেসিডেন্ট। তাঁর বয়সের ‘হাফ সেঞ্চুরি’র উদযাপনে শামিল হয়েছে ‘কলকাতা চলন্তিকা’র টিম।
কলকাতাকে নিয়ে তৈরি ছবি ‘কলকাতা চলন্তিকা’। সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিনেই মুক্তির দিন ঘোষণা হয়েছে। পরিচালক পাভেল এ দিন ছবির টিমের ছোট্ট প্রচার ঝলক শেয়ার করেছেন নেটমাধ্যমের পাতায়। প্রচার ঝলকে পরিচালক পাভেল, অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, অনির্বাণ চক্রবর্তী, রজতাভ দত্ত, সৌরভ দাস, ইশা সাহা, দিতিপ্রিয়া রায়, কিরণ দত্ত, রণজয় ভট্টাচার্য, শতাব্দী চক্রবর্তীর দেখা মিলেছে। ২৬ অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘কলকাতা চলন্তিকা’।
সকলের মুখের বুলিতে স্পর্ধা, কলকাতার গর্ব, দেশের গর্ব সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের জন্মদিনের একরাশ শুভেচ্ছা। পাশাপাশি এই বিশেষ দিনে ছবি মুক্তির তারিখ ঘোষণা করা হয়।
২০১৬ সালে হঠাৎই তিলোত্তমার ছন্দপতন। ভেঙে পড়েছিল নির্মীয়মান পোস্তা উড়ালপুলের একাংশ। তিলোত্তমার বুকে পোস্তা ফ্লাইওভার ভেঙে পড়ার বিবর্ণ চিত্র ফুটে উঠবে ছবিতে। ৬ বছর পেরিয়ে কেমন আছে তিলোত্তমার সেই জায়গা?
তিন দিনের গল্প উঠে আসবে ছবিতে। প্রথম দিন সে নিজের ছন্দে ছুটে চলে বিভিন্ন অলি-গলি পথে, দ্বিতীয় দিনে তার পথে ভেঙে পড়ে একটা ফ্লাইওভার। সব ওলট পালট হয়ে যায়। তৃতীয় দিনে সে আবার ধীরে ধীরে পুরনো ছন্দে ফিরতে শুরু করে। ছবিটি মুক্তি পাবে ‘বাবা ভূতনাথ এন্টারটেনমেন্ট’এর ব্যানারে।
For all the latest entertainment News Click Here