সৌদি লিগে মেসি-রোনাল্ডো দ্বৈরথ? লিওকে ৩১০ মিলিয়ন ইউরোর প্রস্তাব আল ইত্তিহাদের
শুভব্রত মুখার্জি: এই মুহূর্তে বিশ্ব ফুটবলের অন্যতম দুই বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসি। রোনাল্ডোকে ইতিমধ্যেই বিপুল অঙ্কের টাকায় সই করিয়ে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছে সৌদি আরবের ক্লাব আল নাসের। রোনাল্ডোর চিরপ্রতিদ্বন্দ্বী মেসিকে সৌদি আরবের প্রো লিগে খেলাতে উদ্যোগ আগেই নেওয়া হয়েছিল। যেখানে আল নাসেরের প্রতিপক্ষ ক্লাব আল হিলালের তরফে বিপুল অঙ্কের টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল মেসিকে। এবার যে খবর সামনে আসছে তাতে করে মেসির কাছে আল হিলালের পাশাপাশি সৌদির আরেক ক্লাব আল ইত্তিহাদের প্রস্তাবও রয়েছে। আর তা যদি বাস্তবায়িত হয়, তা হলে সৌদি আরবের ঘরোয়া লিগেই দেখা যাবে রোনাল্ডো বনাম মেসি দ্বৈরথ।
আরও পড়ুন: চার মিনিটে দুগোল, রুদ্ধশ্বাস ম্যাঞ্চেস্টার ডার্বি জিতল ইউনাইটেড
প্রসঙ্গত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সৌদি আরবের ক্লাব আল-নাসেরে সই করার পরেই এশিয়ার ক্লাব ফুটবল নিয়ে আলাদা একটা আগ্রহের জায়গা তৈরি হয়েছে।এ বার যদি সত্যিই মেসিকে সৌদির ক্লাবে সই করানো সম্ভব হয়, তা হলে বদলে যেতে পারে এশিয়ার ফুটবলের মানচিত্রটাই। লিওনেল মেসিকে সই করাতে ঝাঁপিয়েছে একের পর এক সৌদি আরবের ক্লাবগুলি। পর্তুগিজ তারকার চেয়েও বেশি অর্থ দিয়ে সদ্য আর্জেন্তিনার হয়ে বিশ্বকাপজয়ী মেসিকে সই করাতে প্রথমেই মাঠে নেমেছিল আল-হিলাল। এ বার সেই লড়াইয়ে নাম লিখিয়ে ফেলল আল-ইত্তিহাদও। মেসিকে নাকি ইতিমধ্যেই ২৪৫ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছে আল-হিলাল। অন্যদিকে আল-নাসের হয়ে রোনাল্ডো যে পারিশ্রমিক পাচ্ছেন মেসিকে তার প্রায় দ্বিগুণ আর্থিক প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিয়েছে আল-ইত্তিহাদ! জানা গিয়েছে, ৩১০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেওয়া হয়েছে মেসিকে।
আরও পড়ুন: চতুর্থ বিয়ে করতে চলেছেন রোনাল্ডো- পাত্রী দীর্ঘ দিনের বান্ধবী, আবার নামী মডেলও
স্পেনের একটি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এই গ্রীষ্মেই পিএসজির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে মেসির। যা এখনও নবীকরণ করানো হয়নি। পিএসজি থেকে মেসিকে সৌদি আরবে নিয়ে আসার জন্য মরিয়া লড়াই চালাচ্ছে আল-হিলাল ও আল-ইত্তিহাদ। তবে ফিফার নিয়ম ভঙ্গ করার দায়ে আপাতত এই ক্লাবগুলির উপর নয়া ফুটবলার চুক্তিবদ্ধ করার বিষয়ে নিষেধাজ্ঞা জারি রয়েছে। ফলে চলতি মরশুম শেষ হওয়ার আগে মেসিকে সই করানো সম্ভব নয়। তবে মেসি আদৌ ইউরোপ ছেড়ে এশিয়ার ক্লাব ফুটবলে খেলতে আসবেন কিনা, তা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েই গিয়েছে। উল্লেখ্য, ২০২৩ সালের জুনেই পিএসজি-র সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে কাতারে বিশ্বকাপজয়ী মেসির। কাতার বিশ্বকাপ চলাকালীন পিএসজির তরফে অবশ্য জানানো হয়েছিল, মেসির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে আলোচনা চলছে।
ফ্রান্সের সংবাদ মাধ্যমের খবর ছিল, মেসি আরও ২ বছর ফ্রান্সে খেলতে চান।তবে রোনাল্ডো বা মেসি শুধু নন, তাঁদের ছাড়াও সার্জিও রামোস, অ্যাঞ্জেল ডি’মারিয়া, লুকা মদ্রচের মতো তারকা ফুটবলারদেরকেও ভবিষ্যতে সৌদি আরবে ক্লাবে খেলতে দেখা যেতে পারে শোনা যাচ্ছে।
For all the latest Sports News Click Here