সৌদি আরবে সন্তোষ ট্রফি! তদন্তের দাবি বাইচুং ভুটিয়ার
শুভব্রত মুখার্জি: ভারতীয় ফুটবল ইতিহাসে কিংবদন্তি ফুটবলার বাইচুং ভুটিয়া। এআইএফএফের প্রেসিডেন্ট পদের জন্য লড়াই করে হারতে হয়েছে তাঁকে। তবে হেরে গেলেও চুপ করে বসে নেই তিনি। এবার ভারতীয় ফুটবলে রীতিমতো বিতর্ক উস্কে দিয়েছেন তিনি। সন্তোষ ট্রফির ম্যাচ সৌদি আরবে নিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে তদন্ত করার দাবি জানিয়েছেন তিনি। তাঁর বিস্ফোরক দাবি, ২০২৭ সালে এফসি এশিয়ান কাপ আয়োজনের বিড ভারত করেও তুলে নিয়েছে। আর এই আয়োজনের দায়িত্ব পেয়েছে সৌদি আরব। আর এরপরেই সন্তোষ ট্রফির ম্যাচের আয়োজন হবে সৌদি আরবে। দুটি বিষয়ের মধ্যে যেন কোনও যোগ সূত্র রয়েছে বলেই তাঁর মত। তাই এবার এফসি, ফিফা এবং ভারতের কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রককে বিষয়টি নিয়ে তদন্তের আবেদন জানিয়েছেন তিনি।
হিন্দুস্তান টাইমস আয়োজিত ‘কিকস ফর ফ্রি’ পডকাস্টে বাইচুং ভুটিয়া জানিয়েছেন এআইএফএফের প্রেসিডেন্ট কল্যাণ চৌবে এবং সেক্রেটারি জেনারেল সাজি প্রভাকরন এক্সিকিউটিভ কমিটিকে না জানিয়েই এই বিড প্রত্যাহার করে। আর সন্দেহের সূত্রপাত এখান থেকেই বলে তাঁর মত। এ যেন সর্ষের মধ্যে ভূত! ভারতীয় ফুটবলের প্রাক্তন অধিনায়ক মনে করেন সন্তোষ ট্রফি সৌদি আরবে যাওয়ার পিছনে রহস্য রয়েছে। উল্লেখ্য, ভারত ২০২৭ সালের এফসি এশিয়ান কাপ আয়োজনের দাবি থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তা পেয়েছে সৌদি আরব। আর সেখানেই রহস্যের গন্ধ পেয়েছেন বাইচুং। হিন্দুস্তান টাইমসকে বাইচুং জানিয়েছেন ‘এএফসি, ফিফা এবং কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক এটা নিয়ে তদন্ত করুক। এশিয়ান কাপ আয়োজনের দায়িত্ব পেল কারা? সৌদি আরব। কার্যকরী কমিটির সঙ্গে কথা না বলেই কল্যাণ (চৌবে) এবং শাজি (প্রভাকরণ) সিদ্ধান্ত নিল এশিয়ান কাপ আয়োজনের বিড থেকে নাম সরিয়ে নেওয়ার। আর তারপরেই এখন সন্তোষ ট্রফি হবে সেই সৌদি আরবে। এটার তদন্ত হওয়া প্রয়োজন।’
ভিশন ২০৪৭ প্রোগ্রাম নিয়ে বাইচুং জানিয়েছেন ‘আমাকে ওই প্রকল্প উত্তেজিত করে না। আসল কথা হল ফুটবলার তৈরি করতে হবে। সেইজন্য একেবারে তৃণমূল স্তরে কাজ করতে হবে। যুব ফুটবলে নজর দিতে হবে। এআইএফএফ যেভাবে অনূর্ধ্ব-১৭ প্রতিযোগিতা আয়োজন করেছিল তা এককথায় জঘন্য। রাজ্যকে বলা হয় দুটো দলকে বেছে দাও। অর্থাৎ রাজ্য সংস্থার কোনও কাজ নেই। দুটো দল বেছে দিলেই কাজ শেষ। এটা একেবারেই মানা যায় না।’ বাইচুংয়ের অভিযোগ অবশ্য মানতে চাননি সাজি প্রভাকরন। তিনি বলেন ‘কার্যকরী কমিটির সিদ্ধান্ত ছাড়া এশিয়ান কাপ আয়োজনের দায়িত্ব থেকে সরে যাওয়া সম্ভব নয়।’
For all the latest Sports News Click Here