সৌদির কাছে হেরে লড়াইটা কঠিন করলেন মেসিরা,কোন অঙ্কে নকআউটে যেতে পারে আর্জেন্তিনা
বিশ্বকাপের তৃতীয় দিনেই ঘটে গেল বড় অঘটন। পূর্ণ শক্তির আর্জেন্তিনা হেরে বসল সৌদি আরবের কাছে। যে দলটি ২০১৯ সাল থেকে টানা ৩৬টি ম্যাচে অপরাজিত ছিল। ফুটবল ইতিহাসে সব থেকে বেশি ম্যাচ অপরাজিত থাকার জন্য আর্জেন্তিনাকে পার হতে হত আর মাত্র একটি হার্ডেল, সেটাও পারলেন না লিওনেল মেসিরা। ইতালির টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার নজির স্পর্শ করা হল না আর্জেন্তিনার। মঙ্গলবার ম্যাচ হেরে সব হিসেবই ওলটপালট হয়ে গেল।
ম্যাচের ১০ মিনিটের মধ্যেই মেসি পেনাল্টি থেকে গোল করে আর্জেন্তিনাকে এগিয়ে দিয়েছিলেন। প্রথমার্ধে পুরো নিয়ন্ত্রণ আর্জেন্তিনার হাতেই ছিল। তিনটে গোল অফসাইডের জন্য বাতিল হলেও ভাবা হয়েছিল, দ্বিতীয়ার্ধে গোলের ব্যবধান বাড়াবেন মেসিরা। কিন্তু ঘটল উল্টোটা। দুরন্ত গতিতে প্রত্যাবর্তন করল সৌদি আরব। বিরতির পরপরই ২ গোল করে তারা লিড নিল। এবং সেই লিড ধরে রেখেই জয় ছিনিয়ে নিল সৌদি আরব।
আরও পড়ুন: বিশ্বকাপের শুরুতে অঘটন, মেসিদের ২-১ হারিয়ে ইতিহাস সৌদির
আর্জেন্তিনার গ্রুপে সব থেকে সহজ প্রতিপক্ষ ছিল সৌদি আরবই। বাকি দুই ম্যাচেই মেসিদের সামনে কঠিন চ্যালেঞ্জ। মেক্সিকো এবং পোল্যান্ডের মত হেভিওয়েট দলের বিরুদ্ধে পরের দুই ম্যাচ খেলবেন মেসিরা। বাকি দুই ম্যাচই আপাতত জিততেই হবে পরিস্থিতি আর্জেন্তিনার কাছে। তবে বাকি দুই ম্যাচে শুধু জিতলেই হবে না মেসিদের, বড় ব্যবধানে জিততে হবে। কারণ গোল পার্থক্য না বাড়ালে সমস্যা হতে পারে।
সৌদি আরবের মতো তুলনামূলত দুর্বল টিমের কাছে আর্জেন্তিনার হারের পর প্রশ্ন উঠেছে, মেসিরা পারবেন তো নক আউট পর্বে পৌঁছতে। তবে লিও মেসিদের নকআউটে পৌঁছানোর কিছু সমীকরণ রয়েছে। সেগুলি দেখে নিন এক নজরে:
প্রথমত: আর্জেন্তিনার পক্ষে সব থেকে ভালো সমীকরণ, সৌদি যদি বাকি দুই ম্যাচেই পোল্যান্ড এবং মেক্সিকোকে হারাতে পারে এবং মেসিরা বাকি দুই ম্যাচই জিতে নিতে পারে। সে ক্ষেত্রে কোনও অঙ্ক, যোগ-বিয়োগ ছাড়াই আর্জেন্তিনা শেষ ষোলোয় পৌঁছে যাবে।
আরও পড়ুন: জাতীয় সঙ্গীত না গাওয়ার শাস্তি- গ্রেফতার হতে পারেন ইরানের ফুটবলাররা
দ্বিতীয়ত: মেক্সিকো এবং পোল্যান্ড দুই দলই সৌদির বিরুদ্ধে জিতলে, আর্জেন্তিনার পক্ষে লড়াইটা কঠিন হয়ে যাবে। সে ক্ষেত্রে বড় ব্যবধানে বাকি দুই ম্যাচ জিতে গোল পার্থক্যে বাকিদের থেকে এগিয়ে যেতে হবে। এবং প্ৰথম দুইয়ে থাকা নিশ্চিত করতে হবে।
তৃতীয়ত: প্রি-কোয়ার্টার ফাইনালে ওঠার জন্য হেড টু হেড ফলাফল নয়, গোল পার্থক্য বিচার্য। তাই আর্জেন্তিনার প্ৰথম ম্যাচে হারের পরেও, গ্রুপের শীর্ষে থেকে শেষ ষোলোয় যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি সৌদি আরব গ্রুপের বাকি দুই ম্যাচেই জয় না পায়। এবং আর্জেন্তিনা বাকি দুই ম্যাচ সৌদির চেয়ে বেশি গোলপার্থক্যে জিতে যায়।
এ বারের টুর্নামেন্টের অন্যতম ফেভারিট কিন্তু আর্জেন্তিনাই। পাশাপাশি মেসিও জানিয়ে দিয়েছেন, কাতারই তাঁর ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ হতে চলেছে। তাই এই বিশ্বকাপ নিঃসন্দেহে আর্জেন্তিনার কাছে বড় প্রাপ্তি। দেখার, আর্জেন্তিনার ভাগ্যে কী অপেক্ষা করে রয়েছে!
For all the latest Sports News Click Here