সোহমের জন্মদিনে আদুরে শুভেচ্ছা শোলাঙ্কির, চর্চিত প্রেমিককে কী লিখলেন খড়ি?
গোপন কথাটি আর রইল না গোপনে! ক্রমেই প্রকাশ্যে শোলাঙ্কি-সোহমের প্রেম। বেশ কয়েকমাস ধরেই টেলিপাড়ায় গুঞ্জন শোলাঙ্কির নাকি ‘দিলখুশ’। চারিদিকে চর্চার বানভাসি ‘বিবাহিত’ শোলাঙ্কি প্রেম করছেন অভিনেতা সোহম মজুমদারের সঙ্গে। তাঁদের রসায়ন নজর এড়াচ্ছে না কারুর, তবে প্রেম নিয়ে সরাসরি কোনও মন্তব্য করতে রাজি নন তাঁরা। সৌরভ চক্রবর্তীর পরিচালনায় ‘সাড়ে সাইত্রিশ’ নামের এক ওয়েব সিরিজে কাজও করেছেন দুজনে। তারপর থেকেই বন্ধুত্ব জমে ক্ষীর!
এদিন ফের শোলাঙ্কির ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা মিলল সোহমের। ৪ঠা এপ্রিল অভিনেতার জন্মদিন। টলিউড আর বলিউড, দুই ইন্ডাস্ট্রিতেই চুটিয়ে কাজ করছেন কবীর সিং-এর অনস্ক্রিন বন্ধু। অভিনেতার জন্মদিনে বিশেষ শুভেচ্ছা বার্তা এল শোলাঙ্কির তরফে। এদিন ‘বিশেষ বন্ধু’র সঙ্গে এক অদেখা ছবি শেয়ার করে তাঁকে শুভেচ্ছা জানালেন ‘গাঁটছড়া’র খড়ি।
আলো-আঁধারি ছবিতে পাশাপাশি বসে রয়েছেন দুজনে। মুক্তো ঝরা হাসি সোহমের ঠোঁটে, শোলাঙ্কি জিভ ভেঙাতে ব্যস্ত। এই দুষ্টু-মিষ্টি ছবি যেন তাঁদের সম্পর্কের প্রতিচ্ছবি! নিজেদের এই ছবি পোস্ট করে শোলাঙ্কি লেখেন, ‘শুভ জন্মদিন। তুমি সারা জীবন এমন পাগলই থেকো, এটাই চাই।’ এমন পাগলামি ভরা বার্থ ডে উইশের জবাব দিতে ভোলেননি সোহম। শোলাঙ্কির পোস্ট নিজের স্টোরিতে রি-শেয়ার করে হেসে গড়াগড়ি খেয়েছেন তিনি।
দু’জনের সম্পর্কের সমীকরণ নিয়ে চর্চা বিস্তর। সেই চর্চা আরও ডানা মেলার কারণ শোলাঙ্কির অতীত। দীর্ঘদিনের বন্ধুর শাক্য বসুর সঙ্গে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে গাঁটছড়া বেঁধেছিলেন শোলাঙ্কি। এরপর বেশ কয়েক মাস অভিনয় থেকে বিরতি নিয়ে নিউজিল্যান্ডে সংসার করেছেন, সেখানেই কর্মরত তাঁর ‘স্বামী’। কানাঘুষো শোনা যায়, ইতিমধ্যেই নাকি পথ আলাদা হয়েছে শোলাঙ্কি-শাক্যর। যদিও এই নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি নায়িকা। তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে শাক্যর পুরোনো ছবি আজও জ্বলজ্বলে।
সত্যি কি একে-অপরের প্রেমে পড়েছেন শোলাঙ্কি-সোহম? এই সম্পর্ককে আপতত কেবল ‘বন্ধুত্ব’-এর নামই দিতে চান সোহম। একই সুর শোলাঙ্কির গলাতেও। তাঁদের বন্ধুতের সমীকরণ ভবিষ্যতে কী মোড় নেয় সেটাই দেখবার।
For all the latest entertainment News Click Here